করোনা মহামারীর জন্য প্রায় দু বছর কলকাতা (Kolkata) ময়দানে কোন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারেনি। সমর্থকরা ও খুব হতাশ হয়ে পড়েছিলেন, কবে আবার ফুটবল শুরু হবে। তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে আসার কথা করোনা মহামারী কাটিয়ে ফের কলকাতা ময়দানে শুরু হতে চলেছে ফুটবল। আগামী ১৬ আগস্ট কাপ শুরু ডুরান্ড কাপ। পাশাপাশি কলকাতা লিগও চলবে।
আরও পড়ুন: Kolkata Derby: ডার্বি পিছিয়েছে শুনে চটলেন এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো
বলা যেতে পারে আগামী কয়েক মাস রীতিমতো ব্যস্ত হয়ে পড়বে কলকাতা ময়দান। ডুরান্ড কাপ তারপর কলকাতা লিগ, অক্টোবরে শুরু হবে আইএসএল, সবমিলিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ফুটবল কলকাতা ময়দানে।
আরও পড়ুন: Kolkata Derby: ডুরান্ডের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫ গোল দেওয়ার চ্যালেঞ্জ টুটু বসুর
অনেকদিন পর কলকাতা ময়দানে ফুটবল চালু হওয়ায় রীতিমতো আপ্লুত প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। কলকাতা লিগ ও ডুরান্ড কাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ খুব ভালো খবর। আবার সেই পুরনো রেষারেষি ফিরে আসবে। হয়তো কিছুটা সময় লাগবে, তবে পুরনো আকর্ষণ আমরা ফের দেখতে পাব। ডুরান্ডের ডার্বি রয়েছে, কলকাতা লিগেও ডার্বি হবে। কনস্টানটাইনের মতো কোচ মাঠে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল দলকে নিয়ে। উল্টোদিকে রয়েছেন জোয়ান ফেরান্দোর মত কোচ। তাই মোহনবাগান- ইস্টবেঙ্গল সেই পুরনো রেষারেষি আমরা দেখতে পাব।’
আরও পড়ুন: Kolkata Derby: টুর্নামেন্টের শুরুতেই আরও জোরালো হল মোহন-ইস্ট ডার্বির সম্ভাবনা
একই সঙ্গে তিনি বলেন, ‘করোনার জন্য ফুটবল শুধু নয়, সব খেলায় পিছিয়ে পড়েছে। কবে ফের খেলাধুলা স্বাভাবিক হবে এই নিয়ে আমরাও চিন্তিত ছিলাম। তবে সুখের কথা সব মহামারী কাটিয়ে এর কলকাতা ময়দানে ফিরতে চলেছে ফুটবলা।আমরা ফের ডার্বি দেখতে পাব বলে ভালো লাগছে।’