চার্চিল ব্রাদার্সের কাছে পরাজিত হয়ে ডিসেম্বর শেষ করেছিল ডেম্পো স্পোর্টস ক্লাব (Dempo Sports Club)। ভালো খেলে ও আসেনি জয়। তবে নতুন বছর থেকে জয়ে ফেরার লক্ষ্য থাকলে ও সেটা সম্ভব হয়নি। জানুয়ারির প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাবের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল ফুটবলারদের মধ্যে। তারপর সেই ধারা বজায় রেখেই কেরালার শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালার কাছে পরাজিত হয় সর্বোচ্চ আইলিগ জয়ীরা। যদিও পরবর্তী ম্যাচে রাজস্থান ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল গোয়ার এই দলকে।
সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল ম্যানেজমেন্টের অন্দরে। এমন পরিস্থিতিতে গোলের মুখ খুলতে এক বিদেশি ফরোয়ার্ডকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল আইলিগের এই ফুটবল ক্লাবের। সেইমতো গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক বিদেশি ফুটবলারদের দিকে নজর ছিল ডেম্পোর। তবে শেষ পর্যন্ত এবার এক ত্রিনিদাদীয় ফরোয়ার্ডকে দলে নিতে চলেছে ডেম্পো স্পোর্টস ক্লাব। তিনি মার্কাস জোসেফ। বর্তমানে সেই দেশের তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব এসি পসের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা। সেখানে এখনও পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলে ফেলেছেন এই তারকা।
গোলের দেখা না মিললেও এবার নাকি তাঁকেই দলে চাইছে ডেম্পো স্পোর্টস ক্লাব। পূর্বে ও ভারতের একাধিক ফুটবল ক্লাবে খেলে গিয়েছেন এই ফুটবলার। তারমধ্যে রয়েছে গোকুলাম কেরালা এফসির পাশাপাশি কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। এই দুই দলের জার্সিতে প্রায় পঞ্চাশটির ও বেশি গোল করেছেন এই বিদেশি ফরোয়ার্ড। পাশাপাশি থেকেছে একাধিক অ্যাসিস্ট। সেজন্য তাঁকে ভারতে এনে চেনা ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য ডেম্পো দলের।
সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই গোয়ার এই ফুটবল দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। সেক্ষেত্রে আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে দলের আক্রমণভাগ।