বিক্রি হয়ে গেল Durand Cup ফাইনালের সমস্ত টিকিট। এবারের ঐতিহ্যবাহী Durand কাপে ফের মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ম্যাচের আগে কলকাতা ময়দানে ফিরেছে চেনা ছবি। দুই দলের সমর্থকদের উৎসাহে ফুটবল উৎসবের আমেজ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট নিলেন দুই দলের সমর্থকরা। অনেকে আবার টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন বাড়িতে।
শুক্রবার দিনভর সোশ্যাল মিডিয়ায় চর্চায় থেকেছে Durand Cup-এর আসন্ন ফাইনাল ম্যাচ। টিকিটের জন্য ভোর থেকে কলকাতা ময়দানে হাজির হয়েছিলেন সমর্থকরা। ভ্যাপসা গরম কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, প্রকৃতির কোনো রূপই সবুজ মেরুন কিংবা লাল হলুদ সমর্থকদের টলাতে পারেনি। টিকিট না পেয়ে অনেকে হতাশ হয়েছেন। দাবি তুলেছেন অনলাইনে টিকিট বিক্রি করার। কারণ এভাবে রোদে জলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করা সত্যিই কষ্টসাধ্য। কষ্ট লাঘব করতে দুই দলের সমর্থকরা হয়তো কখন আশ্রয় নিয়েছেন তাদের প্রিয় ক্লাবের গানের ছন্দে।
🚨 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 🚨
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐮𝐧𝐝𝐚𝐲: 𝐇𝐨𝐮𝐬𝐞𝐟𝐮𝐥𝐥!#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #132ndEditionofIndianOilDurandCup #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #Finals #EEBFCMBSG pic.twitter.com/3kK0aLwTZD
— Durand Cup (@thedurandcup) September 1, 2023
এবারের Durand ডার্বি অন্যান্য ডার্বির থেকে কিছুটা আলাদা। ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচ বদলের ম্যাচ। বহু বছর পর ভারতীয় ফুটবলের প্রথম সারির কোনো খেতাব জয়ের সুযোগ এসেছে তাদের কাছে। ইন্ডিয়ান সুপার লীগে টাকা ব্যর্থতার পর পরিচিত দীপ্তি দেখা গিয়েছে মশাল বাহিনীর খেলার। গ্রুপ পর চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান সুপার জায়ান্টকে হারিয়ে প্রথম ঝটকা দিয়েছিল ইস্টবেঙ্গল।
মোহন বাগান সুপার জায়ান্টের কাছে এই ম্যাচ বদলার ম্যাচ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি জয়ের ধাক্কা কাটিয়ে ওঠার পর থেকে ছন্দ পেতে শুরু করেছে দল। পরপর ম্যাচ জিতে AFC প্রতিযোগিতার মূল পর্বে প্রবেশ করেছে সবুজ মেরুন ব্রিগেড। Durand Cup-এর ফাইনালে পৌঁছেছে মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বাধা টপকে। মোহন বাগান সমর্থকদের কাছে এই ডার্বি বদলার ডার্বি, Durand এর বদল Durand এই।