Abhishek Banerjee: কী আছে সেই ১৬টি ফাইলে? সব দেখবেন বিচারপতি

তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংকট বাড়ছে এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারের যে ফাইল ডাউনলোড করেছে ইডি সেগুলো…

তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংকট বাড়ছে এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারের যে ফাইল ডাউনলোড করেছে ইডি সেগুলো শনিবার দেখবে কলকাতা হাইকোর্ট। অভিষেকের দায়ের করা আবেদনের শুনানিতে শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিযোগ, তল্লাশির নামে অফিসে ঢুকে কম্পিউটারে নিজেদের ইচ্ছে মতো ফাইল ঢুকিয়ে দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে আছেন অভিষেক। মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছেন, অভিষেককে গ্রেফতার করা হতে পারে।

লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সাথে মু়খ্যমন্ত্রীর পরিবার সংযুক্ত বলে তদন্তে উঠে এসেছে। এই সংস্থার এক কর্মকর্তা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির তদন্তে আপাতত হেফাজতে। তিনি অভিষেকের ঘনিষ্ঠ। সেই লিপস অ্যান্ড বাউন্ডসের ১৬টি ফাইল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, শনিবার ফাইলগুলিকে আদালতে পেশ করার। তিনি বলেন, ফাইলে কী আছে আমি দেখতে চাই। ব্যাপারটার আগে নিষ্পত্তি হওয়া দরকার।

   

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়ে ইডি প্রচুর নথি ১টি হার্ড ডিস্ক ও ১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। সংস্থার তরফে অভিযোগ, ইডি আধিকারিকরা সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে রেখে এসেছেন। লালবাজারে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন সংস্থার সহকারী হিসাবরক্ষ