wrestlers protest: যৌন নিপীড়নে অভিযুক্ত বিজেপি সাংসদ অধরা, কুস্তিগীরদের বিরুদ্ধে ‘দাঙ্গা মামলা’

বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন জাতীয় মহিলা কুস্তিগীররা। প্রতিবাদ মিছিল (wrestlers protest) থেকে রবিবার গ্রেফতার করা হয় একাধিক কুস্তিগীর ও বাম নেত্রী -কর্মীদের। এবার ধৃত কুস্তিগীরদের বিরুদ্ধে দাঙ্গা ছড়ানোর মামলা রুজু করল পুলিশ।

প্রতিবাদী কুস্তিগিরদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। এই তালিকায় আছেন, ভিনেশ ফোগট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ আরও অনেকে।

   

অলিম্পিক পদক জয়ী, বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিগীরদের অভিযোগ,বিজেপি সাংসদ হওয়ায় জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না মোদী সরকার।

রবিবার তারা যন্তরমন্তর অবস্থান বিক্ষোভ থেকে নতুন সংসদ ভবন পর্যন্ত মিছিল করছিলেন। তাদের আটকে দেয় পুলিশ। গ্রেফতার করা হয়। পুলিশ-কুস্তিগীর মল্লযুদ্ধ চলে। বিশ্বসেরা কুস্তিগীরগের যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে আন্তর্জাতিক ক্ষেত্রেও শুরু হয়েছে বিতর্ক। এবার তাদের বিরুদ্ধেই দাঙ্গা ছড়ানোর অভিযোগে মামলা দিল পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন