ব্রিজভূষণের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগ বিতর্কে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জাতীয় মহিলা কুস্তিগীররা। তাদের অভিযোগ, দিল্লি পুলিশ হয়রানি করছে।
জানা গেছে মহিলা কুস্তিগীরদের কাছে দিল্লি পুলিশ দাবি করে বিজেপি সাংসদ ব্রিজভূষণের যৌন হেনস্তার প্রমাণ। বলা হয়, যে অভিযোগ তাঁরা করছেন তার স্বপক্ষে প্রমাণ জোগাড় করতে হবে তাদের।
পুলিশের তরফে বলা হয়েছে, অভিযোগ প্রমাণ করার জন্য দিতে হবে ছবি, ভিডিও এবং হোয়াটসঅ্যাপ চ্যাট! যিনি নির্যাতিতা তাকেই দিতে হবে ছবি-ভিডিও। দিল্লি পুলিশের এই ব্যখ্যায় উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, যৌন হেনস্তার অভিযোগে জোড়া এফআইআর হয়েছে জাতীয় কুস্তি ফেডারেশন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। এখনও তাকে পদ থেকে সরানো হয়নি এমনকি গ্রেপ্তারির পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতেও কোনও সূত্র মেলেনি। গত বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেন কুস্তিগীর সাক্ষী, ভিনেশরা। তারপরই তাঁরা জানিয়েছিলেন, ১৫ জুনের মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে সমস্ত তদন্ত শেষ করতে হবে।
এসবের মাঝে কুস্তিগীররা অভিযোগ করেছেন, তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ব্রিজভূষণ জেলের বাইরে থাকলে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা অভিযোগ করছেন, দিল্লি পুলিশই তাঁদের উপর চাপ সৃষ্টি করছে।
অভিযোগ উঠছে, একজন নির্যাতিতাকে ব্রিজভূষণের উপস্থিতিতেই রেসলিং ফেডারেশনের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল মিথ্যা কথা বলে। সাক্ষী মালিকরা একেবারেই দিল্লি পুলিশের তদন্তে আস্থা রাখতে পারছেন না।
দিল্লি পুলিশ জানিয়েছে, তারা নিজেরা ঘটনার তদন্ত করছে। সেই সঙ্গে তদন্তের সুবিধার্থেই কুস্তিগীরদের কাছে প্রমাণ চাওয়া হয়েছে।