IPL 2024 : ৮৯ রানে অল-আউট গুজরাট, চোখের পলকে ম্যাচ শেষ

Delhi Capitals

আইপিএল ২০২৪-এর (IPL 2024) ৩১তম ম্যাচে গুজরাট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্স সপ্তম স্থানে। দুই দলেরই সমান পয়েন্ট সমান।

Advertisements

এই ম্যাচে দিল্লির বোলাররা ৮৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৬৭ বল বাকি থাকতেই ছয় উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল দিল্লির। প্রথম উইকেটে ২৫ রানের জুটি গড়েন পৃথ্বী শ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। দলকে প্রথম ধাক্কা দেন স্পেন্সার জনসন। ম্যাকগার্ককে আউট করেন । দুটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২০ রান করতে সক্ষম হন তিনি। অন্যদিকে পৃথ্বী শ মাত্র সাত রান করতে পারেন।

   

এই ম্যাচে অভিষেক পোড়েল ১৫, শাই হোপ ১৯, ঋষভ পন্থ ১৬ ও সুমিত কুমার ৯ রান করেন। পন্থ ও সুমিত অপরাজিত থাকেন। গুজরাতের হয়ে দুটি উইকেট নেন সন্দীপ ওয়ারিয়র।

Advertisements

আইপিএল ২০২৪-এর ৩১তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্রুত উইকেট হারায় গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা। ৮৯ রানে অলআউট হয়ে যায় দলটি। আট নম্বরে নামা রশিদ খান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ১৫ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ওপেনিং করতে নামা শুভমান গিল মাত্র আট রান করেন। রশিদ খান ২৪ বল মোকাবেলা করেছেন। দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩১ রান করেন তিনি।

দিল্লির হয়ে তিনটি উইকেট নেন মুকেশ কুমার। এছাড়া ইশান্ত শর্মা ও ত্রিস্তান স্টাবস ২টি করে এবং খলিল আহমেদ ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন।