Mohun Bagan: সিনিয়র দলের স্ট্র্যাটেজি ফাঁস করে দিলেন দেগি কার্দোজা!

বাস্তব রায়ের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) রিজার্ভ কোচের দায়িত্বে রয়েছেন দেগি কার্দোজা (Deggie Cardozo)। গোয়ায় দেগির সাফল্য ছিল চোখে পড়ার মতো। স্বভাবতই তাঁকে…

deggie cardozo

বাস্তব রায়ের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) রিজার্ভ কোচের দায়িত্বে রয়েছেন দেগি কার্দোজা (Deggie Cardozo)। গোয়ায় দেগির সাফল্য ছিল চোখে পড়ার মতো। স্বভাবতই তাঁকে কেন্দ্র করে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন মোহনবাগান সমর্থকরা।

Mohun Bagan Super Giant : ‘মোহনবাগানের সমান আর কোনও ক্লাব নেই…’, হাওয়া গরম করলেন অ্যালবার্তো

   

বাস্তব রায়ের অধীনে গত মরসুমে সবুজ মেরুন ব্রিগেডের রিজার্ভ দল সমীহ আদায় করে নিয়েছিল। বাস্তবের প্রশিক্ষণে থাকা রিজার্ভ দল থেকে একাধিক ফুটবলার জায়গা করে নিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম দলে। গতবারের রিজার্ভ দলের বেশিরভাগটাই একবার অপরিবর্তিত রয়েছে। কলকাতা ফুটবল লিগের প্রথম একাদশের বেশিরভাগ ফুটবলার গত মরসুমেও সবুজ মেরুন জার্সি পরে মাঠে নেমেছিলেন।

তাহলে কলকাতা ফুটবল লিগের শুরু থেকে বারবার কেন হোঁচট সবুজ মেরুন ব্রিগেড? তাহলে কি কাজে আসছে না কোচের পরিকল্পনা? কলকাতা ফুটবল লিগে সম্প্রতি ফর্মে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

‘ডি-ডি’ জুটিকে সামনে রেখে দল সাজাতে পারেন কুয়াদ্রত

ডুরান্ড কাপেও জয় দিয়ে শুরু করেছে অভিযান। আপাতত ফর্মে থাকার আভাস দিয়েছে মোহনবাগান। রিজার্ভ দলের খেলার ধরণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাগানের রিজার্ভ দলের কোচ দেগি কার্দোজাকে। তিনি বলেছেন, ‘সিনিয়র টিমের কথা মাথায় রেখে ফুটবলারদের প্রস্তুত করা হচ্ছে। সিনিয়র দলের প্লে স্টাইল অনুযায়ী খেলানোর চেষ্টা করা হচ্ছে। ফুটবলারদের সঙ্গে ব্যক্তিগতভাবেও কথা বলে খেলা পারফরম্যান্স আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি সময়ের সঙ্গে এই দলই আরও ভাল পারফরম্যান্স দিতে পারবে।’