কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর দ্বিতীয় ম্যাচে আটকে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। খিদিরপুরের বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হল সাদা কালো ব্রিগেডকে। দীপু হালদারের নিখুঁত ট্যাকেল রক্ষা নিশ্চিত বিপদ থেকে উদ্ধার করলে ব্ল্যাক প্যাথারদের।
হাফ ডজন গোল দিয়ে এবারের সিএফএল অভিযান শুরু করেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন দলের মতোই শুরুটা হয়েছিল। সোমবারের ম্যাচেও দলকে কেন্দ্র করে ছিল প্রত্যাশা। উপভোগ্য ফুটবল দেখার জন্য মহমেডান গ্যালারিতে উপস্থিত ছিলেন সমর্থকরা। বৃষ্টি ভেজা মাঠে দুই দলই খেলল তুল্যমূল্য ফুটবল। কিন্তু যে পারফরম্যান্স আশা করা হয়েছিল সেটা কি দেখতে পেলেন সমর্থকরা?
বৃষ্টির কারণে ভারী হয়ে গিয়েছিল ঘাসের মাঠ। বল রোল হতে কিছুটা সমস্যা হচ্ছিল। ম্যাচের সময় যত গড়িয়েছে ঘাসের মাঠে ফুটবলারদের পরিশ্রম বেড়েছিল তত। গোলের সন্ধানে দুই দলই আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। ম্যাচের ফল ০-০।
ভেজা মাঠে কাজে লাগতে পারে রহিম নবির বলা টোটকা
মহমেডান স্পোর্টিং ক্লাবে এবার এক ঝাঁক তরুণ ফুটবলার। বড় দলের জার্সি পরে কাদা মাঠে খেলার অভিজ্ঞতা অনেকেরই খুব বেশি নেই। প্রতিপক্ষের এই দিকটা কাজে লাগিয়েছে খিদিরপুর। পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেছে খিদিরপুর। সুরজিৎ শীল, প্রসেনজিৎ চক্রবর্তীরা অক্ষত রাখেন নিজেদের গোল দূর্গ। খিদিরপুরের গোলকিপার কেভিন কিছু ভুল করলেও মহামেডান স্পোর্টিং ক্লাবের ছেলেরা খুব একটা সুবিধা করতে পারেনি।
Spoils shared after an intense 90 minutes. 🤝#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #ISL #CFL2024 pic.twitter.com/r2e4glMwD7
— Mohammedan SC (@MohammedanSC) July 1, 2024
ম্যাচের শেষের দিকে বেশি কিছু উত্তেজক মুহুর্ত তৈরি হয়েছিল। আচমকা আক্রমণে উঠে যাচ্ছিল খিদিরপুর। মহামেডানের গোলরক্ষক অরক্ষিত অবস্থায় পেয়ে গিয়েছিলেন খিদিরপুরের ৯ নম্বর জার্সিধারী ফুটবলার। অনেকটা সময় পেয়েও কাজের কাজ করতে পারেননি তিনি। সেই সুযোগে নিখুঁত ট্যাকেল করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন দীপু।