অনুশীলনে ফিরলেন দীপক, টম অলড্রেডকে নিয়ে ধোঁয়াশা

বর্তমানে আইএসএলে (ISL 2024) ব্যাপক ছন্দে ধরা দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। টানা পাঁচটি ম্যাচ অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান। কিছুদিন আগেই তাঁরা পরাজিত…

Deepak Tangri Tom Aldred

short-samachar

বর্তমানে আইএসএলে (ISL 2024) ব্যাপক ছন্দে ধরা দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। টানা পাঁচটি ম্যাচ অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান। কিছুদিন আগেই তাঁরা পরাজিত করেছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে। অজি তারকা জেসন কামিন্সের করা একমাত্র গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করেছে বাগান ব্রিগেড। সেই সুবাদে বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলে অনায়াসেই ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান। যা কিছুটা হলেও খুশি করেছে বাগান সমর্থকদের। তারপর কয়েকদিনের ছুটি কাটিয়ে গত মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করেছে ফুটবলাররা।

   

Also Read | Saul Crespo : চেন্নাই ম্যাচের আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল, দলে এই স্প্যানিশ ফুটবলার 

যেখানে প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছিল অধিকাংশ ফুটবলারদের। দিন দুয়েকের অপেক্ষা। তারপরেই অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন বাগান কোচ জোসে মোলিনা‌। গত ম্যাচে চেন্নাইয়িন এফসির বিপক্ষে জয় আসার সুবাদে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। তবে প্রথমদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন দেশের তারকা মিডফিল্ডার দীপক টাংরি (Deepak Tangri)। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে।

Also Read | হৃতিক তিওয়ারির প্রশংসায় মানোলো, কী বললেন? 

তবে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে বুধবার থেকেই দলের অনুশীলনে যোগ দিতে দেখা যায় এই দাপুটে ফুটবলারকে। এরপর গোটা দলের সঙ্গে স্বমহিমায় অনুশীলন করতে দেখা যায় জাতীয় দলের এই ভরসাযোগ্য ফুটবলারকে। আসন্ন আইএসএল ম্যাচের জন্য মোলিনা যে তাঁকে তৈরি রাখতে চাইছেন সেটা এক কথায় বলাই চলে‌। কিন্তু এবার দলের আরেক বিদেশি ডিফেন্ডার টম অলড্রেডকে নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

Also Read |  পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত মহামেডানের এই ডিফেন্ডার

আসলে গত বুধবার অনুশীলনের মাঝ পথেই উঠে যেতে দেখা যায় এই বিদেশি ডিফেন্ডারকে। পরবর্তীতে নিজের জার্সি বদল করে মাঠের সাইড লাইনেই সময় কাটান টম। সেখান থেকেই দলের বাকি ফুটবলারদের অনুশীলনের দিকে নজর রাখেন এই তারকা। তাহলে কি এবার চোটের কবলে পড়লেন এই বিদেশি ফুটবলার। সেটা এখনও স্পষ্ট হয়নি। কিন্তু সেটা সত্যি হলে দলের রক্ষণভাগ নিয়ে যথেষ্ট চিন্তায় থাকবেন বাগান কোচ।