সবুজ-মেরুন সমর্থকদের নিয়ে কী বললেন দীপক?

বেশ কয়েক বছর ধরেই মোহনবাগান দলের হয়ে ফুটবল খেলে আসছেন দীপক টাংরি (Deepak Tangri)। গত ২০২১ সালে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসি থেকে…

deepak tangri

বেশ কয়েক বছর ধরেই মোহনবাগান দলের হয়ে ফুটবল খেলে আসছেন দীপক টাংরি (Deepak Tangri)। গত ২০২১ সালে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসি থেকে কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে যুক্ত হয়েছিলেন পাঞ্জাবের এই ফুটবলার। তারপর থেকে সময় যত এগিয়েছে সবুজ-মেরুন সমর্থকদের কাছে যথেষ্ট প্রিয় হয়ে উঠেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সাইমন গ্রেসনের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে এটিকে মোহনবাগান দলের হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া সহ মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে লিগ শিল্ড জয় করার ও রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।

এমনকি শেষ সিজনে বাগান ব্রিগেডের হয়ে টানা দ্বিতীয়বার আইএসএলের শিল্ড জয় করার পাশাপাশি লিগ কাপ জয়ের ও অংশীদার ছিলেন এই ফুটবলার। গত কয়েক মরসুমের মতো আসন্ন ডুরান্ড কাপের আগে তাঁর দল ছাড়ার কথা বিভিন্ন মাধ্যম সূত্রে উঠে আসতে শুরু করলেও সেই সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে জোসে মোলিনার ফুটবল ক্লাবের। মনে করা হচ্ছে এই সিজনে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।

   

তবে এসবের মাঝেই মোহনবাগান সমর্থকদের নিয়ে যথেষ্ট প্রশংসা করতে দেখা যায় জাতীয় দলের এই ফুটবলারকে। একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে সবুজ-মেরুন সমর্থকদের প্রসঙ্গে দীপক টাংরি বলেন, “আমাদের দলের সমর্থকরা সব সময় আমাদের সঙ্গে থাকে। ভালো সময়ের পাশাপাশি খারাপ সময় আসলে তাঁরা আমাদের আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করে। যাতে খারাপ সময় কাটিয়ে সাফল্য পাওয়া সহজ হয়ে যায়। বিশেষ করে দলের অনুশীলনের সময় ও দেখেছি বহু সমর্থক আসেন। আমাদের হয়ে গলা ফাটান। যেটা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করে থাকে।”

Advertisements

আরও বলেন, ” সমর্থকরা সকলেই নিজেদের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমাদের সমর্থন করতে আসে। যেটা নিঃসন্দেহে বিড়াট বড় পাওনা যেকোনো ফুটবলারদের কাছে। বলতে গেলে সমর্থকরা আমাদের কাছে সবচেয়ে বড় মোটিভেশন।”