আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ চেন্নাইন এফসি। ম্যাচের আগে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগানের দীপক টাংরি (Deepak Tangri)।
প্রায় দুই সপ্তাহ পরে আইএসএল ম্যাচ খেলতে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট। মাঝে ছিল টিম ইন্ডিয়ার ম্যাচে। জাতীয় শিবিরে গিয়েছিলেন দীপক টাংরিরা। এবার ক্লাব ফুটবল। দুই দলে দুরকম পরিস্থিতি, স্ট্র্যাটেজি। তাতে সমস্যা হবে না বলেই মনে করছেন দীপক।
সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেছেন, “জাতীয় দলের ব্যাপারটা আলাদা। যা হয়ে গেছে হয়ে গেছে। এখন ক্লাবের কথাই ভাবছি। ক্লাবের জন্য একশো শতাংশ দিতে হবে। সময়ের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে হয়।”
দুই পর্বের ম্যাচ মিলিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে মোট গোলে পরাজিত হয়েছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এই ফলাফল প্রত্যাশা করা হয়নি। হারের ধাক্কা কাটিয়ে উঠে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য দীপকরা কতটা কী করতে পারবেন?
উত্তরে তিনি বলেছেন, “ভারতের ম্যাচে হার অবশ্যই কঠিন ছিল। কিন্তু এখন ক্লাবের জন্য খেলছি। ক্লাবের খেলাতেই ফোকাস করছি। যখন জাতীয় দলের হয়ে খেলব, তখন আবার সেখানেই ফোকাস করব। তাই জাতীয় দলের হারের প্রভাব এখানকার পারফরম্যান্সে পড়বে না… কোচ যে আমাকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন, আমার ওপর ভরসা করছেন, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।”