দিনকয়েক আগেই দোহা থেকে মধ্যরাতে কলকাতার শহরে পা রেখেছেন স্প্যানিশ হাইপ্রোফাইল তথা বার্সেলোনার প্রাক্তন তারকা ভিক্টর ভাসকুয়েজ (Victor Vazquez)। একটা সময় স্পেনের এই জনপ্রিয় ক্লাব থেকেই নিজের যুব ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে অনেকটা সময় কাটিয়েছিলেন বার্সায়। এরপর টরেন্টো এফসির মতো দলেও খেলতে দেখা গিয়েছে তাকে।
সেখান থেকেই এবার এসেছেন কলকাতার অন্যতম প্রধানে। মাঝমাঠের দখল নেওয়ার ক্ষেত্রে এখন তার দিকেই তাকিয়ে সবাই। বলাবাহুল্য, স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই নতুন করে সেজে উঠছে ইস্টবেঙ্গল ব্রিগেড। মূলত বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই স্প্যানিশ কোচের।
তার কথা মতোই মরশুম শুরুতে দলে আনা হয়েছিল হায়দরাবাদ দলের তারকা ফুটবলার বোরহা হেরেরাকে। প্রথমদিকে খুব একটা সুবিধা করতে না পারলেও সময় যতো এগিয়েছে নিজের জাত চিনিয়ে ছিলেন হেরেরা। তবে খুব একটা খুশি থাকতে পারেননি কুয়াদ্রাত। সেজন্য সুপার কাপ জেতার পরেও আইএসএলের দ্বিতীয় লেগ শুরু হওয়ার আগেই তাকে লোনে এফসি গোয়ায় পাঠিয়ে দেয় ম্যানেজমেন্ট। তার পরিবর্তে দলে আসেন ভাসকুয়েজ। এই অভিজ্ঞ ফুটবলারের দলে থাকায় লাল-হলুদের মাঝমাঠ যে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।
ভারতে আসার পর সামান্য বিশ্রাম নিয়েই আজ থেকে অনুশীলনে নেমে পড়েন ভেক্টর ভাসকুয়েজ। তবে আজ সিনিয়র দলের ফুটবলারদের ছুটি দেওয়া হলেও কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে দলের জুনিয়র ফুটবলারদের অনুশীলনেই নিজের গা ঘামাতে দেখা যায় ভেক্টর ভাসকুয়েজকে। সব ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচ থেকেই হয়তো প্রথম একাদশে স্থান করে নেবেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল।