মোহনবাগানের খেলা দেখার জন্য জার্মানি থেকে এসেছেন এক সমর্থক

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন কলকাতার তিন প্রধানের সমর্থকরা। বাঙালি ছাড়াও যে কলকাতা ফুটবলের সমর্থক রয়েছেন সেটার প্রমাণ পাওয়া গিয়েছে। মোহন বাগান (Mohun Bagan) সুপার…

Mohun Bagan fan

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন কলকাতার তিন প্রধানের সমর্থকরা। বাঙালি ছাড়াও যে কলকাতা ফুটবলের সমর্থক রয়েছেন সেটার প্রমাণ পাওয়া গিয়েছে। মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের খেলা দেখার জন্য জার্মানি থেকে উড়ে এসেছেন এক সমর্থক।

Advertisements

আজ মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস। কলকাতায় ম্যাচ আয়োজনের সমস্যার কারণে বল গড়াবে ভুবনেশ্বরের মাঠে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জার্মানি থেকে বরিস নামের এক ব্যক্তি ইতিমধ্যে ভুবনেশ্বরে এসে পৌঁছেছেন। তিনি মোহনবাগান ক্লাবের সমর্থক।

   

জানা গিয়েছে, মোহনবাগান ক্লাবের ইতিহাস সম্পর্কে বরিসের যথেষ্ট জ্ঞান রয়েছে। ইতিহাস পড়ে কলকাতার সবুজ মেরুন ক্লাবের ভক্ত হয়ে পড়েছেন এই ফুটবল অনুরাগী। বাগান এবার আন্তর্জাতিক টুর্নামেন্টকে পাখির চোখ করেছে। বিশ্ব মানের দল গড়ার চেষ্টা করেছে ম্যাঞ্জেমেন্ট। এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো খেলছে ক্লাব। এই পরিস্থিতিতে প্রিয় দলের খেলা মাঠে থেকে চাক্ষুষ করার সুযোগ হাতছাড়া করতে চাননি বরিস।

বাগান ফুটবলারদের সঙ্গে বরিসের সাক্ষাৎ হয়েছে। জেসন কামিন্সের সঙ্গে আলাদাভাবে তার কথা হয়েছে। ক্লাবের প্রতি ভালোবাসা দেখে বরিসের খেলা দেখার টিকিটের ব্যবস্থা জেসন নিজে করছেন বলে জানা গিয়েছে।