East Bengal FC: আরও এক তরুণ বাঙালি উঠে আসতে পারেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলে?

ডেভেলপমেন্ট দলের সৌজন্যে গোটা ভারত থেকে উঠে এসেছে একাধিক তরুণ ফুটবলার। নতুন প্রতিভা তুলে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইস্টবেঙ্গল (East Bengal FC)।…

Debojit Roy another young prospects for east bengal fc

ডেভেলপমেন্ট দলের সৌজন্যে গোটা ভারত থেকে উঠে এসেছে একাধিক তরুণ ফুটবলার। নতুন প্রতিভা তুলে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। লাল হলুদ জার্সি পরে কেরালার একাধিক উঠতি ফুটবলার যেমন নজর কেড়েছেন, তেমনই নজর কেড়েছেন একাধিক বাঙালি ফুটবলার।

   

East Bengal FC: ইংল্যান্ড কাঁপাতে চলেছেন ইস্টবেঙ্গলের ৬ বাঙালি

গত মরসুমে সিনিয়র দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রতের মন জিতেছিলেন সায়ন ব্যানার্জী। পিছিয়ে নেই শ্যামল বেসরা। এই দুই ভূমিপুত্র ছাড়াও আরও এক বঙ্গতনয় ফুটবল প্রেমীদের চোখে পড়তে শুরু করেছেন। তিনি দেবজিৎ রায় (Debojit Roy)। দেবজিৎ রায় ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্ট দলের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার।

‘ডিএসসি ন্যাশনাল ফাইনালস’-এ নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন। তিন ম্যাচে করেছিলেন ৯ গোল, করেছিলেন দু’টি হ্যাটট্রিক। নেক্সট জেন কাপের জন্য ইস্টবেঙ্গল ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। শ্যামল, সায়নদের সঙ্গে স্কোয়াডে রয়েছেন দেবজিৎ রায়। প্রস্তুতি ম্যাচেও দেবজিৎকে দেখে নিচ্ছেন লাল হলুদ শিবিরের প্রশিক্ষকরা। সিনিয়র দলের ফুবটলারদের সঙ্গে খেলানো হয়েছে দেবজিৎকে।

Paris Olympics: প্যারিস অলিম্পিকে বিপত্তি, জলে নামার আগে এড়ানো গেল বিপদ

কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল দু’টি দল খেলিয়েছিল। একটি দলে ফার্স্ট টিমের ফুটবলাররা, দ্বিতীয় দলে রিজার্ভ দলের ফুটবলাররা। দেবজিৎ প্ৰথম দলের ফুটবলারদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন। এবার ইংল্যান্ডেও যাচ্ছেন দলের সঙ্গে। ইস্টবেঙ্গলের সমর্থকরাও বলছেন, আগামী দিনের তারকা হওয়ার মতো রসদ রয়েছে এই তরুণ বঙ্গ সন্তানের মধ্যে।