চেন্নাইন এফসির বিরুদ্ধে ২-৩ গোলে হেরে শিল্ড জয়ের কাজ কঠিন করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। রবিবার ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে জিতেছে চেন্নাইন। বাগান অনায়াসে এই ম্যাচ জিততে পারতো। জিতলে পারেনি কারণ চেন্নাইন তেকাঠির নীচে দাঁড়িয়ে ছিলেন দেবজিৎ মজুমদার (Debjit Majumder)। মোহনবাগানকে হারিয়েও তিনি বিনয়ী।
Mohun Bagan: মোহনবাগান হেরে চাপে ফেলল ইস্টবেঙ্গলকে
৩৬ বছর বয়সী দেবজিৎ মজুমদার গতকালের ম্যাচে বারংবার প্রমাণ করে দিয়েছেন, ভক্তরা তাঁকে কেন ‘সেভজিৎ’ বলে ডাকেন। দেবজিতের অবশ্য নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। ম্যাচের পর সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার দিক থেকে প্রমাণ করার কিছু নেই। প্রতি দিন কঠোর অনুশীলন করি। নিজের ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। নিজের ওপর বিশ্বাস রয়েছে। ভালো খেলার জন্য এটাই মনে হয় আসল।”
நாயகன் Debjit! 🧤#MBSGCFC #ISL #ISL10 #LetsFootball #ChennaiyinFC | @JioCinema @Sports18 @ChennaiyinFC @Supermachans @bstandblues pic.twitter.com/fkCPYioKRV
— Indian Super League (@IndSuperLeague) March 31, 2024
দারুণ ফর্মে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের আগেও তারা ছিল অনেকের ফেভারিট টিম। কোন পরিকল্পনায় সবুজ মেরুন তরীকে ডোবাল চেন্নাইন? দেবজিৎ মজুমদার বলেছেন, “হেড কোচ ওয়েন কোয়েল আমাদের বলেছিলেন এই ম্যাচটাকে ফাইনাল মনে করে খেলতে। আমরা কোনো সময়ই ড্র করার কথা ভাবিনি, কারণ আমাদের লক্ষ্য ছিল পুরো তিন পয়েন্ট তুলে নেওয়া। যে কারণে ৯০ মিনিট পর স্কোরলাইন ২-২ থাকার পরেও আমরা আক্রমণ চালিয়ে যাই। এখন আমরা আমাদের পরবর্তী দুটি হোম ম্যাচ নিয়ে ভাবছি।”
নন্দকুমারকে নিয়ে নীরবতা ভাঙল East Bengal
তারকা গোলকিপারের মতে, “এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল-এর সেরা দল। এটা বড় ব্যাপার যে আমরা ওদের বিরুদ্ধে ম্যাচ জিততে পেরেছি। মোহনবাগান এসজি-র বিরুদ্ধে ম্যাচ এটা ভেবে আমরা খেলতে নামিনি। অন্যান্য দলের বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবে আমাদের স্বাভাবিক খেলাটি খেলার চেষ্টা করেছি মাত্র।”