হাতে মাত্র কিছু ঘন্টা। তারপরেই শুরু হবে মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। কলকাতা ফুটবল লিগের এই হাইভোল্টেজ ম্যাচে অধিকাংশ ক্ষেত্রেই দুই দলের জুনিয়র ফুটবলারদের খেলানো হলেও মাঠে দেখা যেতে পারে বেশকিছু সিনিয়র ফুটবলারদের। তেমনটাই ইঙ্গিত মিলেছে এবার। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা হতে চলেছে সমর্থকদের কাছে।
বিশেষ সূত্র মারফত খবর, কলকাতা ফুটবল লিগের এই ডার্বিতে ইস্টবেঙ্গলের তিন কাঠি সামাল দেওয়ার দায়িত্বে দেখা যেতে পারে দেবজিত মজুমদারকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত মাসের শেষের দিকে লাল-হলুদে সই করেছেন এই বাঙালি গোলরক্ষক। শোনা গিয়েছিল, সিনিয়র দলের ব্যাকআপ হিসেবে থাকবেন তিনি। কিন্তু এই জুনিয়র ডার্বি ম্যাচের মধ্যে দিয়েই দেবজিতকে ঝালিয়ে নিতে চান স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি সেই বিষয়টি।
সেখানেই শেষ নয়। আরো শোনা গিয়েছে, এই উত্তেজনাপূর্ণ ম্যাচে হয়তো রিজার্ভ বেঞ্চ থেকেই শুরু করতে পারেন সায়ন ব্যানার্জি। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন জুনিয়র দলের কোচ বিনো জর্জ। সব ঠিকঠাক থাকলে রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য প্রথম থেকেই দেখা যেতে পারে সার্থক গোলুইকে। বলতে গেলে এই ডার্বি ম্যাচকে খেলোয়াড়দের পরোখ করে নেওয়ার ক্ষেত্রেই বিশেষ নজর দিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। অন্যদিকে, কলকাতা ফুটবল লিগে নিজেদের প্রথম জয় তুলে নিতে চায় মোহনবাগান সুপারজায়ান্টস।
সেইমতো বাগানের জুনিয়র দলের কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন চালিয়েছেন ফুটবলাররা। এক্ষেত্রে সুহেল ভাট থেকে শুরু করে টাইসন সিং, আমন, রাজ বাস্ফোর রবি রানার মতো ফুটবলারদের দিকেই নজর থাকবে মেরিনার্সদের।