Debjit Majumder: নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে মুখ খুললেন দেবজিৎ

দল বদল করতে চলেছেন দেবজিৎ মজুমদার (Debjit Majumder)। চেন্নাইয়িন এফসির পক্ষ থেকে ইতিমধ্যে বিদায় জানিয়ে করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্ট। এরপর দেবজিৎ-এর বক্তব্য নিয়ে প্রকাশ…

Debjit Majumder byte before joining new club

দল বদল করতে চলেছেন দেবজিৎ মজুমদার (Debjit Majumder)। চেন্নাইয়িন এফসির পক্ষ থেকে ইতিমধ্যে বিদায় জানিয়ে করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্ট। এরপর দেবজিৎ-এর বক্তব্য নিয়ে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। ২০২৩-২৪ মরসুমে ভাল খেলেছেন দেবজিৎ। আগামী মরসুমে হয়তো খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে। নতুন দলের জার্সি গায়ে তোলার আগে বিনয়ী দেবজিৎ।

   

কোনো রকমে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমের প্লে অফে জায়গা করে নিয়েছিল চেন্নাইয়িন এফসির। দলের প্রথম ছয়ে জায়গা করে নেওয়ার পিছনে অন্যতম কারিগর দেবজিৎ মজুমদার। তাঁর বিশ্বস্ত গ্লাভস জোড়া আটকে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। মরণ বাঁচন ম্যাচে নিজের সেরাটা দিয়েছিলেন ৩৬ বছর বয়সী দেবজিৎ।

Mohammedan SC: মহামেডানকে বিদায় জানানোর পথে ‘গোলমেশিন’

এই বয়সে দেবজিৎ মজুমদারের কাছ থেকে এরকম পারফরম্যান্স অনেকেই আশা করেননি। মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করার পর এই বাঙালি গোলরক্ষককে নিয়ে চর্চা শুরু হয় নতুন করে। মরসুম শেষে জানা যায়, চেন্নাইয়িন এফসিকে বিদায় জানাতে চলেছেন দেবজিৎ। পরের গন্তব্য সম্ভবত ইস্টবেঙ্গল। জল্পনা অনুযায়ী, ইস্টবেঙ্গলের হয়ে খেলা প্রায় নিশ্চিত।

 

নিশু কুমারের সঙ্গে স্থায়ী চুক্তি ইস্টবেঙ্গলের, থাকছেন রাকিপ

চেন্নাইয়িন এফসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে দেবজিৎ মজুমদারের একটি ভিডিও। সেই ভিডিওতে তিনি বলেছেন, “শুধু আমার একার পারফরম্যান্স নয়। দল হিসেবে আমরা খেলেছিলাম। অনেকটা সময় ধরে খেলছি। ফলত কোনো মন্তব্যের প্রতি বাড়তি গুরুত্ব দিই না। কেউ ভাল বললেও বাড়তি গুরুত্ব দিই না, খারাপ বললেও নয়। কারণ জানি যারা সমালোচনা করবেন, ভাল খেললে সেই তারাই আমাকে ভরিয়ে দেবেনা প্রশংসায়। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সব সময়।”