ISL Cup: মুম্বই নয় আসল ‘চ্যাম্পিয়ন’ মোহনবাগান?

আসল চ্যাম্পিয়ন কে? ফুটবল প্রেমীদের মধ্যে উঠতে শুরু করেছে এই প্রশ্ন। মুম্বই সিটি এফসি ইন্ডিয়ান সুপার লিগ কাপ (ISL Cup) জিতেছে, মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে…

Mohun Bagan SG Indian Super League

আসল চ্যাম্পিয়ন কে? ফুটবল প্রেমীদের মধ্যে উঠতে শুরু করেছে এই প্রশ্ন। মুম্বই সিটি এফসি ইন্ডিয়ান সুপার লিগ কাপ (ISL Cup) জিতেছে, মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে লিগ শিল্ড। তাহলে ভারত সেরা হল কোন দল?

ঘরের মাঠে ত্রিমুকুট জয়ের সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বপ্নভঙ্গ হয়েছে হাজার হাজার মোহনবাগান সমর্থকদের। তবুও সান্ত্বনা লিগ শিল্ড। তারও আগে মোহন তরীতে এসেছিল ডুরান্ড কাপ। ম্যাচ শেষ হওয়ার পর এবারের পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

   

ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্টের নাম লেখা রয়েছে সবার আগে। তালিকায় সবার আগে লেখা রয়েছে আইএসএল লিগ উইনার- মোহনবাগান সুপার জায়ান্ট। তারপরে মুম্বই সিটি এফসির নাম লেখা। মুম্বই সিটি এফসি জিতেছে আইএসএল কাপ।

ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে শিল্ড যুক্ত হওয়ার পর থেকেই এই প্রশ্ন ছিল, কোনটা সেরা ট্রফি, আইএসএল কাপ নাকি লিগ শিল্ড? লিগ শিল্ড জিতেই এএফসি খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফুটবল ফ্যান গ্ৰুপে এ ব্যাপারে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। যার সদুত্তর আপাতত অমিল।

শনিবার প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিলে মোহনবাগান সুপার জায়ান্ট। বিরতির বাঁশি বাজার কিছু আগে বাগানের হয়ে গোল করেন জেসন কামিন্স। বিরতির পর বাড়তি উদ্যম নিয়ে মাঠে নেমেছিল মুম্বই সিটি এফসি। সমতা ফেরানোর পর আরো দু’টি গোল দেয় মুম্বই। শেষ পর্যন্ত ১-৩ গোলে হেরে আইএসএল কাপ হাতছাড়া করেছে মোহনবাগান সুপার জায়ান্ট।