Mohun Bagan: মোহনবাগানের নয়া সচিব হওয়ার পথে ‌দেবাশিস দত্ত 

আগামী ১৬ই অথবা ১৭ ই মার্চ নতুন কমিটির নাম ঘোষণা করবে মোহনবাগান (Mohun Bagan) নির্বাচন কমিটির সামগ্রিক মনোনয়ন যাচাই করার পর।সূত্রের খবর অনুযায়ী মোহনবাগানের পরবর্তী সচিব হওয়াটা প্রায় নিশ্চিত দেবাশিস দত্তের (Debasish Dutta)।

নমিনেশন যাচাই করার দিন যদি দেখা যায় প‍্যানেলে দেবাশিসের ছাড়া আর অন‍্য কোনও ব‍্যাক্তির নাম পড়েছে তখন নির্বাচন হবে।কিন্তু জানা গিয়েছে এখনও এমনটা হয়নি,তাই দেবাশিসের পরবর্তী ক্লাব সচিব হওয়ার ব‍্যাপারটা এখন খালি সময়ের অপেক্ষা।

   

প্রসঙ্গত,শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন তীব্র অশান্তির সৃষ্টি হয়েছিল ক্লাব চত্বরে।ক্লাব তাঁবুর বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।গোটা ঘটনার জেরে আহত হয়েছিল মোট ৩ জন।তাদের’কে সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো।পরবর্তী সময়ে ময়দান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে দেবাশিস বাবুকে’এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,” নির্বাচন’কে কেন্দ্র করে ক্লাবে কোনও রকম বিরোধিতা নেই, যদি একান্ত’ই এমন কেউ করে থাকেন,তাহলে সেটা তার ব‍্যাক্তিগত ব‍্যাপার।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন