বড় বাজেটের দল গড়েও জিততে পারছে না Basundhara গ্রুপের দল

বড় বাজেটের দল গড়েও জয়ের দেখা নেই। একের পর এক ম্যাচ হেরেই চলেছে বসুন্ধরা (Basundhara) গ্রুপের শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশের (Bangladesh) প্রিমিয়ার লিগে টানা…

বড় বাজেটের দল গড়েও জয়ের দেখা নেই। একের পর এক ম্যাচ হেরেই চলেছে বসুন্ধরা (Basundhara) গ্রুপের শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশের (Bangladesh) প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে হারল তারা। 

শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের ঘরের মাঠে পরাস্ত শেখ রাসেল ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ম্যাচ জিতে নিয়েছে ৩-০ গোলে। বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ প্রিমিয়ার লিগ ক্রম তালিকায় নিচের দিকে রয়েছে। অষ্টম ম্যাচ শেষে একাদশতম স্থানে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আট ম্যাচের মধ্যে একটি মাত্র ক্ষেত্রে জয় পেয়েছে তারা। পাঁচটি ম্যাচে দল পরাজিত। দু’টি ড্র। লিগ বারো দলের। মুক্তিযোদ্ধা সংসদ রয়েছে দশম স্থানে।

 শেখ রাসেল প্রথম দুই ম্যাচে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছিল। তৃতীয় ম্যাচে জয়। তাও বিতর্কিত। সাইফ স্পোর্টিংয়ের বিরুদ্ধে পেনাল্টি গোল থেকে জয় পেয়েছিল বসুন্ধরা গ্রুপের এই ক্লাব। 

এরপর কেবল পরাজয়। পরপর পাঁচটি ম্যাচে। ১-৩ ব্যবধানে হেরে শুরু হয়েছে ব্যর্থতার সরণী। এই ম্যাচে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে হেরেছিল শেখ রাসেল। পর্যায়ক্রমে দল হেরেছে শেখ জামাল ধানমন্ডি ও বসুন্ধরা কিংসের কাছে । উত্তর বারিধারার বিরুদ্ধে দুই গোলে এগিয়ে গিয়েও ২-৩ স্কোরলাইন হারতে হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।