কলকাতা লিগ থেকে মুখ ফেরাচ্ছে মোহনবাগান, কারণ জানালেন দেবাশিস দত্ত

এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ভালো পারফরম্যান্স করে আসছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপ হোক কিংবা এএফসি কাপ।

Debasish Dutta

এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ভালো পারফরম্যান্স করে আসছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপ হোক কিংবা এএফসি কাপ। সবক্ষেত্রেই যথেষ্ট সক্রিয় থেকেছে কলকাতার এই প্রধান। তবে ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় শিবিরের সময় সূচি নিয়ে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে দলের ফুটবলারদের মধ্যে।

এক্ষেত্রে দেশের অধিকাংশ ফুটবল ক্লাবগুলির মধ্যে কিছুটা নিষ্ক্রিয় মনোভাব দেখা গেলেও এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় থেকেছে মোহনবাগান সুপারজায়ান্টস। এআইএফএফ এর ডাকে সাড়া দিয়ে নিজেদের দলের বহু ফুটবলারদের জাতীয় শিবিরে যাওয়ার অনুমতি দিয়েছে ময়দানের এই প্রধান। যারফলে, স্বাভাবিকভাবেই খেলোয়াড় নিয়ে সমস্যা দেখা দিয়েছে দলের অন্দরে।

এই পরিস্থিতিতে নয়া সিদ্ধান্ত নেওয়া হয় সবুজ-মেরুন শিবিরের তরফ থেকে। জানিয়ে দেওয়া হয়, বর্তমানে কলকাতা লিগের কোনো ম্যাচেই অংশগ্রহণ করবে না মোহনবাগান সুপারজায়ান্টস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ খেলোয়াড় জাতীয় শিবিরের সঙ্গে যুক্ত। তাই ওদের ফিরে না আসা পর্যন্ত কলকাতা লিগে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। তার মধ্যে জুনিয়র দল থেকে ক্যাম্পে গিয়েছেন সুহেল ভাট, নামতে, সুমিত রাঠি ও ফারদিন আলি মোল্লার মতো ভরসাযোগ্য তারকা। যারফলে, এই পরিস্থিতিতে প্রিমিয়ার ডিভিশন লিগে দল নামানো যথেষ্ট কঠিন সবুজ-মেরুনের।

এছাড়াও ডুরান্ড কাপের পরে আরও ৯ জন ফুটবলার মোহনবাগান থেকে যোগদান করবে জাতীয় শিবিরে। তাই এই পরিস্থিতিতে বিদেশি ফুটবলারদের সামনে রেখে একাদশ সাজাতে গিয়ে ও রীতিমতো হিমসিম খেতে হবে মোহনবাগান সুপারজায়ান্টসকে। তবে সেইসব উপেক্ষা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পাশে থাকার ইঙ্গিত দিতে শোনা যায় সবুজ-মেরুন কর্তাকে।