আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে সিএএফএ নেশনস কাপ। যেখানে শক্তিশালী তাজাকিস্তানের সাথে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। আগামী ২৯শে আগস্ট প্রথম ম্যাচে নামবে ব্লু-টাইগার্সরা। সেই ম্যাচের কয়েকদিন পরেই অর্থাৎ সেপ্টেম্বরের প্রথমেই রয়েছে তাঁদের দ্বিতীয় ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরানের জাতীয় দল। তারপর ৪ঠা সেপ্টেম্বর প্রতিবেশী আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে আনোয়ার আলিরা। বর্তমানে সেই টুর্নামেন্টের দিকেই নজর রয়েছে দেশের সকল ফুটবল অনুরাগীদের। মানোলো মার্কুয়েজের জামানায় দল সেভাবে উন্নতি না করতে পারলেও খালিদ জামিলের উপরে ব্যাপক প্রত্যাশা রয়েছে সকলের।
Also Read | বেঙ্গালুরু এখন অতীত, থাই লিগে খেলতে চলেছেন এই ফুটবলার?
কিন্তু গত বুধবার সকালেই তোলপাড় পড়ে যায় ভারতীয় ফুটবল মহলে। ফিফার তরফে ব্যাণের হুঁশিয়ারি দেওয়া হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। সেই নিয়ে গতকাল ফিফা এবং এএফসির তরফে সতর্কবার্তা পাঠানো হয় দেশের সর্বভারতীয় ফুটবল সংস্থাকে। যেটা ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে সকলকে। বছর কয়েক আগেও সেই একই সমস্যা দেখা দিয়েছিল ভারতীয় ফুটবলে। সেই সময় ও সংবিধান সংশোধনের কথা জানানো হয়ে আসছিল দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থাকে। কিন্তু সেই নির্দেশ পালনে কার্যত উদাসীনতা দেখা দিয়েছিল ব্যাপকভাবে। যারফলেই হয়তো এবার এমন পরিস্থিতি। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী অক্টোবর মাসের শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে।
Also Read | ক্রিকেটার নয়, এবার অন্য ভূমিকায় আরসিবিতে আসছেন ‘মিস্টার ৩৬০’?
তারমধ্যে পরিস্থিতির উন্নতি না ঘটলে ফিফা ব্যানের আওতায় আসতে পারে ভারত। এমন পরিস্থিতিতে ভারতীয় ফুটবল প্রসঙ্গে মুখ খুললেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। তিনি বলেন, ” আমার মনে হয় ফিফার তরফে যেটা জানানো হয়েছে সেটাকে মান্যতা দিয়ে উপযুক্ত পথ অবলম্বন করা উচিত।আমি আশা করি তাঁরা সেটা করবেন। তবে আমার কাছে আরও একটা বিষয় আছে যারা ফুটবলপ্রেমী, যারা ফেডারেশনের সঙ্গে যুক্ত আগে ও ছিল সবাই একত্রিত হয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা এই লজ্জার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে সঠিক পদক্ষেপ নিয়ে এই ফিফার চিঠিকে মান্যতা দিয়ে কাজ করা উচিত।”
আরও বলেন, ” তবে আমি খুব আশাবাদী। যে ভারতীয় ফুটবল কখনও বন্ধ হবে না। ভারতবর্ষে ফুটবলের সমর্থক সবচেয়ে বেশি। যেকোনো খেলার থেকে। আমার মনে হয় সমস্যা মিটে যাবে।”