একই দিনে দুই ফুটবলারকে বিদায় জানাল ATK Mohun Bagan

সিলমোহর পড়ল জল্পনায়। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে ডেভিড উইলিয়ামসের (David Williams) পথ চলা শেষ হল। শনিবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে এই খবর…

একই দিনে দুই ফুটবলারকে বিদায় জানাল ATK Mohun Bagan

সিলমোহর পড়ল জল্পনায়। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে ডেভিড উইলিয়ামসের (David Williams) পথ চলা শেষ হল। শনিবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

গত মরশুম থেকেই ডেভিড উইলিয়ামসকে নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল যে তাঁকে আর দলে রাখতে আগ্রহী নন ক্লাব কর্তারা। এ বছরের ইন্ডিয়ান সুপার লিগেও তাঁকে ঘিরে ছিল অনিশ্চিয়তা। শেষ পর্যন্ত তিনি খেলেছেন। প্রত্যাশামাফিক খেলতে না পারলেও দলের প্রয়োজনে গোল করেছেন। এএফসি কাপ অভিযানে ডেভিডের পায়ের ছিল গোল। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরশুমে তাঁকে মুম্বই সিটি ফুটবল ক্লাবে দেখা যাবে।

এ’দিন সকালে আরও এক ফুটবলারকে বিদায় জানিয়েছে সবুজ মেরুন শিবির। মাইকেল সুসাইরাজকে ধন্যবাদ জানানো হয়েছে ক্লাবের তরফে। ডেভিড উইলিয়ামসকেও ধন্যবাদ জানানো হয়েছে। 

Advertisements

উইলিয়ামসকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে এটিকে মোহন বাগান জানিয়েছে, “For all the big, magical moments… for every time you made us smile… Thank you”। অর্থাৎ, ‘সমস্ত স্মরণীয়, উল্লেখযোগ্য মুহূর্তের জন্য… তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছিলে… ধন্যবাদ।’