HomeSports NewsAFC Cup : কলকাতার রঙ সবুজ-মেরুন, শুরুতেই উইলিয়ামসের কামাল

AFC Cup : কলকাতার রঙ সবুজ-মেরুন, শুরুতেই উইলিয়ামসের কামাল

- Advertisement -

কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এটিকে মোহন বাগান। হাইভোল্টেজ ম্যাচে (AFC Cup) দুই দলই জয়ের জন্য ক্ষুধার্ত। লড়াই দুই দেশের মর্যাদার। যুবভারতী কাঁপাতে তৈরি ছিলেন সমর্থকরাও।

ম্যাচের (AFC Cup, ATK Mohun Bagan vs Dhaka Abahani) শুরুতেই কামাল করে দেখলেন ডেভিড উইলিয়ামস। মাত্র ছয় মিনিটেই লক্ষ্যভেদ। এক গোলের ব্যবধানে এগিয়ে যায় এটিকে মোহন বাগান। ঢাকা আবাহনীর ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই গোল।

   

সবুজ মেরুন জার্সিতে আগেও এমন গোল করে দেখিয়েছেন ডেভিড উইলিয়ামস। ম্যাচ শুরুর বাঁশি বাজার অল্প সময়ের মধ্যে উইলিয়ামসের গোল রয়েছে বাগানের হয়ে। বয়স বাড়লেও তিনি প্রমাণ করলেন কেন তাঁকে ভরসা করেন বাগান টিম ম্যানেজমেন্ট। 

এ বছরের ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে ফর্মে ছিলেন না ডেভিড উইলিয়ামস। একাধিক ম্যাচে ফিকে লেগেছিল পারফরম্যান্স। তবুও খেলিয়েছিলেন হুয়ান ফেরান্ডো। বিশ্বাসের মর্যাদা রাখলেন তারকা স্ট্রাইকার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular