HomeSports NewsKKR: 'পর্দার আড়ালে কিছু...', কেকেআর প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ

KKR: ‘পর্দার আড়ালে কিছু…’, কেকেআর প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ

- Advertisement -

আইপিএল (IPL) ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলা অলরাউন্ডার ডেভিড উইজ (David Wiese) দাবি করেছেন যে ফ্র্যাঞ্চাইজির কিছু বিদেশী খেলোয়াড় প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) কোচিং স্টাইলে হতাশ। গত মরসুমে কেকেআর পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে শেষ করেছিল।

ডেভিড উইজ দাবি করেছেন, ‘দলে পর্দার আড়ালে কিছু বিষয় চলছিল। ছেলেরা কিছু বিষয় নিয়ে খুশি ছিল না এবং মাঝে মাঝে পরিস্থিতি খুব একটা সহজ ছিল না। নতুন কোচ এসেছিলেন। তিনি নিজের মতো করে পরিচালনা করতে চেয়েছিলেন। বিষয়টা খেলোয়াড়দের সঙ্গে ভালোভাবে যায়নি।’

   

‘ড্রেসিংরুমে কিছুটা উত্তেজনা তৈরি করেছিল। হতাশার বাতাবরণ ছিল। গত কয়েক বছরে (যখন ম্যাককালাম ছিল) অনেক পরিবর্তন হয়েছে এবং নতুন কোচ নিজের ভাবনা নিয়ে এসেছেন। তিনি (চন্দ্রকান্ত পণ্ডিত) ভারতে খুব লড়াকু ধরণের কোচ হিসাবে পরিচিত। খুব কঠোর, শৃঙ্খলাপরায়ণ।’

আইপিএল ২০২৩-এ কেকেআরের হয়ে তিনটি আইপিএল ম্যাচ খেলেছিলেন উইজ। ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর ওই বছরই প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। উইজ স্বীকার করেছেন যে সেই মরসুমে প্লেয়িং ইলেভেনে পর্যাপ্ত সুযোগ না পেয়ে তিনি হতাশ ছিলেন।

 

“হতাশা বেশি ছিল। আমি আসলে তেমন কিছু করার সুযোগ পাইনি। কয়েকটা ছক্কা মেরেছি, কিন্তু সেখানে আমার দক্ষতা দেখানোর সুযোগ পাইনি, খুব একটা সুযোগও আমাকে দেওয়া হয়নি… তবে তিনটি ম্যাচ খেলেছি, তুলনামূলকভাবে ভাল করেছি এবং তারপরে ধুঁকতে থাকা দলে দ্বিতীয় সুযোগ পাইনি। এটি আরও হতাশার কারণ ছিল।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular