আর ক্রিকেট খেলবেন না ডেভিড ওয়ার্নার! কিন্তু কেন, জানুন কারণ

আর ক্রিকেট খেলবেন না অসি ওপেনার!কিন্তু হঠাৎ কী হল? প্রসঙ্গত অনেক আগেই ডেভিড ওয়ার্নার ঘোষণা করে রেখেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।সেই মতো…

david warner

আর ক্রিকেট খেলবেন না অসি ওপেনার!কিন্তু হঠাৎ কী হল? প্রসঙ্গত অনেক আগেই ডেভিড ওয়ার্নার ঘোষণা করে রেখেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।সেই মতো সুপার আট থেকে অসট্রেলিয়া বিদায় নেওয়ার পরেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে এইবার ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতে চলেছেন ডেভিড ওয়ার্নার।

Mohun Bagan: আরও একটি বিষয়ে মোহনবাগানকে পিছনে ফেলেছে MCFC

   

বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতেই মেয়াদ ফুরলো অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নারের। সেন্ট ভিনসেন্টে বৃষ্টিবিঘ্নিত চূড়ান্ত নাটকীয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। এরপরই বিদায় অস্ট্রেলিয়ার। তার সঙ্গে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি ডেভিড ওয়ার্নারেরও। সেন্ট লুসিয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ও হয়তো ভাবেননি, মুহূর্তটা এত তাড়াতাড়ি চলে আসবে। ওয়ান ডে কেরিয়ারের ইতি হয়েছিল ভারতের বিরুদ্ধেই। তবে বিশ্বকাপ ফাইনাল জিতে। টি-টোয়েন্টি ফরম্যাটেও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন ভারতের বিরুদ্ধেই। টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন।

এই কারণে মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন Apuia

তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে ওয়ার্নার অবশ্য ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খোলা রেখেছিলেন। দলের প্রয়োজনে তিনি অবসর ভেঙে ফিরতে প্রস্তুত এমনটাই বলেছিলেন। তবে তিনি চাইলেও টিম ম্যানেজমেন্টের চাওয়া মিলবে, এমনটা নয়।সাংবাদিক সম্মেলনে জশ হ্যাজলউড বলেছিলেন, ওয়ার্নারের অবসর চূড়ান্ত হবে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের পরই। ফেয়ারওয়েল প্রসঙ্গ উঠতে হ্যাজলউড বলেছিলেন, ‘ওকে ছাড়া খেলার সামান্য স্বাদ পেয়েছি টেস্ট ও ওডিআইতে। এ বার টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলতে হবে। দীর্ঘদিনের সতীর্থকে না পেলে খারাপ লাগা থাকেই।

Advertisements