সবাইকে অবাক করে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner) ঘোষণা করলেন যে পাকিস্তান সিরিজের পর আর কোনো টেস্ট সিরিজ হয়তো তিনি খেলবেন না। ২০২৪ সালে জানুয়ারি পাকিস্তানের সাথে টেস্ট খেলার কথা অস্ট্রেলিয়ার সাথে। এরপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, যেটা খেলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ওয়ার্নার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এক সাক্ষাৎকার তিনি জানান যে সাদা বলের ক্রিকেটে আরো বেশি নজর দেবেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, “আমায় রান বানাতে হবে। আমি অগেও বলেছি যে ২০২৪এর বিশ্বকাপেই হয়তো আমি শেষবারের মতো খেলবো। পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা আছে আমার। আমি যদি রান করতে পারি- যদি অস্ট্রেলিয়াতেই খেলতে পারি, আমি নিশ্চিত করে বলতে পারি যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমি খেলবো না। আর যদি এখানে সব ঠিক ঠাক যায় (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং অ্যাশেজ), তাহলে পাকিস্তান সিরিজই আমার শেষ।”
এর আগেই অবস্য ওয়ার্নার বলেন যে তিনি এবং উসমান খোয়াজা কিছুতেই একসাথে অবসর নেবেন না। তিনি জানান, “আমার মনে হয়, আমরা চলে গেলে একটা শূন্যতা তৈরী হবে দলে। আমরাও সেই শূন্যতার মধ্যে দিয়ে গেছি পাঁচ বছরের ধরে, তাই জানি, যখন কোনো বড়ো খেলোয়ার দল ছেড়ে চলে যায়, তখন কি পরিমাণ শূন্যতা তৈরী হয়। তাঁরা যে পরিমান অবদান রাখতো দলে, সেই অবদানের পরিমাপে পৌঁছাতে কতটা সময় লাগে। আমরা সবসময় ম্যাচের সম্পর্কে কথা বলি এবং অভিজ্ঞতার সাথে একটি দলের পারফরম্যান্স এবং পরিপ্রেক্ষিতে এর অর্থ সম্বন্ধে আলোচনা করি, কেউ সেই শূন্যতা পূরণ করতে পারবেন না”