অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ চলছে। এদিকে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দলের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। ডেভিড ওয়ার্নার বর্তমানে তার শেষ টেস্ট সিরিজ খেলছেন, যার শেষ টেস্ট ম্যাচটি ৩ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ওয়ার্নার এই ম্যাচের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন। ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে অনেক ক্রিকেট খেলেছেন। ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নেওয়ার পরও ওয়ার্নার যদি ২০২৫ সালে চ্যাম্পিয়নশিপ খেলতে চান, তাহলে তার জন্য অস্ট্রেলিয়া দলের দরজা খোলা থাকবে।
২০০৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ১৬১ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তার নামে ৬৯৩২ রান রয়েছে। এই সময়ের মধ্যে তার ব্যাট থেকে ২২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফসেঞ্চুরি হয়েছে। ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের সেরা ইনিংস ১৭৯ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নারের। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরিও করেন তিনি। এখন ওয়ানডে ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের বিকল্প খুঁজে পাওয়া অস্ট্রেলিয়া দলের জন্য ততটা সহজ হবে না।
🚨 David Warner to quit ODIs along with Tests… but is open to playing in the Champions Trophy in 2025 👀https://t.co/z5CBtHDvj2 pic.twitter.com/rDG719zOcL
— Cricbuzz (@cricbuzz) January 1, 2024
ডেভিড ওয়ার্নারের সঙ্গে বিতর্কের পুরনো সম্পর্ক রয়েছে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হন তিন অস্ট্রেলীয় ক্রিকেটার। যার মধ্যে ডেভিড ওয়ার্নারের নামও ছিল। এরপর ওয়ার্নারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া ক্রিকেট। ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়ার্নার টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন। এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে।