বৃহস্পতিবারের ম্যাচে (IPL 2024) পাঞ্জাব কিংসের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই ম্যাচে, জিটির প্রথম একাদশে একটি বড় পরিবর্তন নেওয়া হয়েছিল। তাদের মূল খেলোয়াড় ডেভিড মিলার (David Miller) খেলেননি। কেন উইলিয়ামসনকে তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। টসের সময় গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন যে মিলার চোটের কারণে এই ম্যাচে খেলছেন না। যদিও তিনি সেই সময় স্পষ্ট করেননি যে পরের ম্যাচে মিলার খেলতে থাকবেন কি না। কেন উইলিয়ামসন ম্যাচের ইনিংস ব্রেকের সময় মিলারের চোট সম্পর্কে পুরো পরিস্থিতি স্পষ্ট করেছেন।
ইনিংসের মাঝপথে বিরতির সময় ডেভিড মিলারের চোট নিয়ে নিজের বিবৃতিতে কেন উইলিয়ামসন বলেছেন, আগামী এক থেকে দুই সপ্তাহ তাঁকে মাঠে দেখা যাবে না। তাঁর না থাকা অবশ্যই আমাদের দলের জন্য বড় ধাক্কা।’
Shashank Singh: ভুলটাই এখন ঠিক IPL 2024-এর এই দলের জন্য
একই সঙ্গে নিজের ফেরা নিয়ে কেন উইলিয়ামসন জানিয়েছেন, ‘মাঠে নামতে পেরে খুব ভালো লাগছে।’ এই ম্যাচে উইলিয়ামসনের ব্যাটে দেখা গিয়েছে ২২ বলে ২৬ রানের ইনিংস। গত মরসুমে প্রথম ম্যাচে চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন উইলিয়ামসন। গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচে ২৭ বলে ৪৪ রান খেলে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মিলার। ডেভিড মিলার ২০২২ আইপিএল মরসুম থেকে গুজরাট দলের অংশ ছিলেন।
Home game calling 💪#AavaDe | #GTKarshe | #TATAIPL2024 | #GTvPBKS pic.twitter.com/HYNO2yt9HZ
— Gujarat Titans (@gujarat_titans) April 4, 2024
IPL 2024: গুজরাটকে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারল পাঞ্জাব
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে গুজরাট টাইটান্সের দুর্দান্ত ব্যাটিং দেখা গিয়েছিল। অধিনায়ক শুভমান গিল ২০ ওভারে দলের স্কোরকে ১৯৯ এ নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে গুজরাট দলের বোলাররাও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছিলেন। তবে শেষ ওভারে ম্যাচ নিজেদের পক্ষে বের নেয় পাঞ্জাব কিংস। এই পরাজয়ের ফলে গুজরাট টাইটান্স এখন পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। ৪ ম্যাচে ২ টি জয় ও ২ টি পরাজয়ের পর তাদের পয়েন্ট মাত্র ৪।