Sunday, December 7, 2025
HomeSports Newsমোহনবাগানকে নাস্তানাবুদ করতে গোলমেশিনকে মাঠে নামিয়ে দিল East Bengal

মোহনবাগানকে নাস্তানাবুদ করতে গোলমেশিনকে মাঠে নামিয়ে দিল East Bengal

- Advertisement -

কলকাতা ফুটবল লিগ জয়ের নিজেদের রেকর্ড আরও বাড়িয়ে নিতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল (East Bengal)। চলতি সিএফএল-এর শুরু থেকে ফর্মে রয়েছে লাল হলুদ ব্রিগেড। পরপর ম্যাচে জয় লাভ করে বড় ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল।

East Bengal: ছাংতের ভাই ইস্টবেঙ্গলে?

   

অন্য দিকে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan) এখনও পর্যন্ত পরিচিত ফর্মে দেখা যায়নি। এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে বাগান। বড় ম্যাচের আগে দুই দলের পারফরম্যান্স দুই মেরুতে। মোহনবাগান চাইবে বড় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে। ইস্টবেঙ্গল চাইবেন মোমেন্টাম ধরে রাখতে। কিন্তু মোহনবাগানে কাজ আরও কঠিন করার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে লাল হলুদ শিবির।

প্রথম একাদশে তারা ডেভিডকে সুযোগ দিয়েছে এই হালভোল্টেজ ম্যাচে। লাল হলুদ জার্সিতে হল ডেভিডের অভিষেক। ফুটবলারকে পরীক্ষা করার জন্য বড় মঞ্চকেই বেছে নিয়েছে ইস্টবেঙ্গল। ডেভিডের পাশাপাশি হীরা মন্ডল, দেবজিৎ ঘোষ, বিষ্ণুকেও এদিনের প্রথম একাদশে রেখেছে ইস্টবেঙ্গল। অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে মনোতোষ চাকলাদার ও তন্ময় দাস।

ISL-এ ‘চ্যাম্পিয়ন’ কোচ ও ফুটবলার কম্বিনেশন, মরসুমের আগে হুঙ্কার

এবারের ট্রান্সফার উইন্ডোতে ডেভিড ইস্টবেঙ্গলের অন্যতম বড় সই। গত মরসুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপে সাড়া ফেলে দিয়েছিলেন। সেখান থেকে ডেভিডকে নিজেদের দলে চূড়ান্ত করেন ইস্টবেঙ্গল কর্তারা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular