নতুন আইলিগ মরশুমে দলের ভালো পারফরম্যান্স তুলে ধরাই অন্যতম লক্ষ্য মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। সেইমতো বহু আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দেওয়া হয় তাদের তরফ থেকে। দলের তৎকালীন কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশিয় তারকা বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেয় ম্যানেজমেন্ট।
এক্ষেত্রে দলকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে গত কয়েকমাস আগে বহু ফুটবলারকে ছেড়ে দেয় সাদা-কালো শিবির। বদলে দলে আসে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে ঘানার তারকা ফুটবলার প্রিন্স ওপোকুকের মতো আইলিগ কাঁপানো তারকা। পাশাপাশি বিদেশি ফ্যাক্টর গড়তে রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন লামিনে মোরোকে ও চূড়ান্ত করে রেড রোডের এই ফুটবল ক্লাব।
এবার এই নয়া ফুটবলারদের হাত ধরেই আইলিগ জয়ের স্বপ্ন দেখছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শুধু বিদেশি নয়, দেশিয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও চমক দেওয়া হয় মহামেডান ম্যানেজমেন্টের তরফ থেকে। গত কয়েকদিন আগেই ময়দানের আরেক প্রধান তথা লাল-হলুদ দলের এক তারকা ফুটবলার আঙ্গুসানাকে দলে টেনে নেয় তারা। যা নিঃসন্দেহে বড়সড় চমক। সেইসাথে দলের সঙ্গে যুক্ত করা হয় তরুণ গোলরক্ষক জেটলি সোরোখাইবামকে।
তবে সেখানেই শেষ নয়। এবার ডালহৌসি ক্লাব থেকে মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগদান করেন তরুণ গোলরক্ষক আকিব শেখ। নয়া ফুটবল মরশুমে ময়দানের অন্যতম পরিচিত ক্লাব ডালহৌসির হয়ে মাঠে নেমেছিলেন তিনি। দলের জার্সি গায়ে খেলেছেন একাধিক ম্যাচ। তার পারফরম্যান্সের উপর নজর রেখেই এবার তাকে টেনে নিল সাদা-কালো শিবির। সব ঠিকঠাক থাকলে, এই নয়া মরশুমে দলের জার্সিতে আইলিগ খেলতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে।