শুরুটা দারুণ করল ডালহৌসি ক্লাব (Dalhousie AC)। অতীতের গরীমা ফেরাতে এবার বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। প্রতিভাবান ফুটবলারদের নিয়ে তৈরি করা হয়েছে দল। যার সুফল পেল ক্লাব।
শ্রীভূমির বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। গোল করেছেন অরিজিৎ হালদার এবং দীপ হালদার। শ্রীভূমির হয়ে একটি মাত্র গোল সম্রাট হালদারের। রবীন্দ্র সরোবরের মাঠে হয়েছিল খেলা।
১৪২ বছরের পুরনো এই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে ইংরেজ আমলের ইতিহাস। অতীতে চারবার কলকাতা লিগ জিতেছে তারা। ১৯১০, ১৯২১, ১৯২৮, ১৯২৯ সালের টুর্নামেন্ট সেরা ডালহৌসি। এছাড়াও ১৮৯৭ ও ১৯০৫ সালে দু’বার আইএফএ শিল্ড খেতাব প্রবেশ করেছিল মেয়ো রোডের ধারে অবস্থিত এই ক্লাবে। ১৮৮৯ সালে জিতেছিল ট্রেডস কাপ।
এবারের মরসুম শুরু করার আগে বেশ ঘটা করে দলের জার্সি উন্মোচন করেছিলেন কর্তারা। কলকাতা ময়দানের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বিগত কয়েক বছরে গ্লানি ঘুচিয়ে নতুন করে পথ চলা শুরু করতে চাইছি ঐতিহ্যবাহী এই ক্লাব।