CWC23 : ৯২ বল বাকি থাকতে জিতল বাংলাদেশ

বিশ্বকাপ ২০২৩- এর (CWC23) শুরুটা ভালোভাবে করল বাংলাদেশ। ৯২ বল বাকি থাকতে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে তারা। শনিবার ছবির মতো সুন্দর ধর্মশালা স্টেডিয়ামে ছিল আফগানিস্তান…

Bangladesh Afghanistan

বিশ্বকাপ ২০২৩- এর (CWC23) শুরুটা ভালোভাবে করল বাংলাদেশ। ৯২ বল বাকি থাকতে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে তারা। শনিবার ছবির মতো সুন্দর ধর্মশালা স্টেডিয়ামে ছিল আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ। মাঠে সুন্দর হলেও আফগানিস্তানের খেলা সুন্দর হয়নি। ওপেনিং জুটিতে শুরুটা মন্দ না হলেও ক্রমে খেলা থেকে হারিয়ে যেতে থাকে আফগানিস্তান।

Advertisements

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে আফগানদের হয়ে ৪৭ রানের ইনিংস খেলেন গুরবাজ। দলের ওপর ওপেনার করেন ২২ রান। এরপর আর কোনো উল্লেখযোগ্য পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি আফগানিস্তান। ঘন ঘন উইকেট নিতে থাকে বাংলাদেশ।

Advertisements

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান এবং মেহেদী হাসান। জোড়া উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের নামে। ৩৭.২ ওভারে দশ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পেরেছিল আফগানিস্তান।

রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। সাতাশ রানের মাথায় দুই উইকেট হারালেও দলের মিডল অর্ডার হাল ধরে নিয়েছিল। তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫৭ রানের ইনিংস খেলেন মেহেদী। বাংলাদেশের হয়ে এদিন সর্বোচ্চ অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ৩৪.৪ ওভারে টার্গেট স্কোরে পৌঁছে যায় টাইগার ব্রিগেড, হাতে তখনো ছয় উইকেট।