East Bengal about the Brazil: ব্রাজিল ম্যাচ নিয়ে কৌতুহল টুইট পোস্ট ইস্টবেঙ্গলের

মধ্য রাতের প্রায় শেষে বিশ্বকাপের আসরে নামতে চলেছে ব্রাজিল, প্রতিপক্ষ সার্বিয়া। এই নিয়ে গোটা ফুটবল দুনিয়া আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে।এর বাইরে নেই ইস্টবেঙ্গল এফসি…

East Bengal about the Brazil match

মধ্য রাতের প্রায় শেষে বিশ্বকাপের আসরে নামতে চলেছে ব্রাজিল, প্রতিপক্ষ সার্বিয়া। এই নিয়ে গোটা ফুটবল দুনিয়া আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে।এর বাইরে নেই ইস্টবেঙ্গল এফসি ক্লাবও (East Bengal)।

Advertisements

দলে এলিয়ান্দ্রো, ক্লিনটন সিলভা ব্রাজিলিয়ান হওয়ায় কাপযুদ্ধের রেশ লাল হলুদ শিবিরের অন্দরমহলে ঢুকে পড়েছে।নিজেদের প্র‍্যাকট্রিসের মাঝে আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচ নিয়ে সিলভা, এলিয়ান্দ্রোদের মাতামাতি ধরা পড়েছিল।এবার তো নিজের দেশ খেলতে নামছে।তাই বাড়তি উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক ক্লিনটন সিলভাদের মধ্যে।

বিজ্ঞাপন

সেলেকাওরা মাঠে নামবে আর গোটা ফুটবল দুনিয়া জেগে থাকবে,রাত জেগে বিশ্বকাপ দেখা,এরপর সকালে উঠে মহল্লার চায়ের দোকানে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, নিয়ে বাঙালি ভক্তদের চুলচেরা বিশ্লেষণ কাবিলে তারিফ।