IPL: প্রথম ম্যাচে এই তারকা ক্রিকেটারকে পাচ্ছে না সিএসকে, মুচকি হাসি নাইট শিবিরে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে এবারের আইপিএলে (IPL) উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। শনিবার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। গতবারের দুই ফাইনালিস্টকে দিয়েই…

IPL: প্রথম ম্যাচে এই তারকা ক্রিকেটারকে পাচ্ছে না সিএসকে, মুচকি হাসি নাইট শিবিরে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে এবারের আইপিএলে (IPL) উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। শনিবার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। গতবারের দুই ফাইনালিস্টকে দিয়েই ঢাকে কাঠি পড়তে চলেছে এবারের আইপিএলে।

তবে প্রথম ম্যাচের আগেই দল নিয়ে কিছুটা চিন্তায় দুই শিবির। নাইট রাইডার্স যেমন তাদের দুই অজি তারকা ফিঞ্চ-কামিন্সকে পাচ্ছে না, ঠিক তেমনই চেন্নাইয়ের হয়ে কিং খানের দলের বিরুদ্ধে নামতে পারবেন না মইন আলি। বলের পাশাপাশি ব্যাট হাতেও সিএসকের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ইংরেজ অলরাউন্ডার। ফলে মইন না থাকা চেন্নাইয়ের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভারতে আসার প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র হাতে পাননি মইন। অথচ ভিসা আবেদন করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ভারতীয় হাই কমিশনে কাগজপত্র জমা দিয়েছিলেন তিনি। বোর্ডের নিয়ম অনুযায়ী, তিনদিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইন থাকতে হবে আইপিএলের প্রথম ম্যাচ খেলার জন্য। যার অর্থ বুধবারের মধ্যে মুম্বইয়ে পৌঁছনোর কথা ছিল মইনের। কিন্তু ভিসা না পাওয়ার কারণে তা আর এখন সম্ভব নয়। ফলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি প্রথম ম্যাচে মইনকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে।

Advertisements

এবারের আইপিএলের মেগা নিলামের আগেই মইনকে রিটেইন করেছিল গত আসরের চ্যাম্পিয়নরা। চেন্নাইকে চতুর্থ আইপিএল জেতানোর পথে দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৩৫৭ রান করেছিলেন মইন, তাও ১৩৭.৩০ স্ট্রাইকরেটে। অর্থাৎ চেন্নাই ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ মইন। সেইসঙ্গে দলের প্রয়োজনে তাঁর স্পিন বোলিংকেও কাজে লাগাতেন মাহি।