কমের মধ্যে দেখার মতো দল করেছে CSK, এবারেও হতে পারে IPL ট্রফির দাবিদার

পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএলের (IPL) অন্যতম সফল দল। এই ফ্র্যাঞ্চাইজিটি নিলামের আগে তাদের বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রেখেছিল। একই সঙ্গে কয়েকজনকে রিলিজ করে…

CSK Team

পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএলের (IPL) অন্যতম সফল দল। এই ফ্র্যাঞ্চাইজিটি নিলামের আগে তাদের বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রেখেছিল। একই সঙ্গে কয়েকজনকে রিলিজ করে দেওয়া হয়। সেই সঙ্গে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি পরের মরসুমে খেলবেন। অবশ্যই তাকে উইকেটরক্ষক ও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।

মঙ্গলবার দুবাইয়ে আইপিএল নিলামে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলকে ১৪ কোটি, সমীর রিজভিকে ৮.৪ কোটি, শার্দুল ঠাকুরকে ৪ কোটি এবং রাচিন রবীন্দ্রকে ১.৮ কোটি টাকায় কিনেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস তাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার দীপক চাহারকে ধরে রেখেছে। এছাড়া মিচেল স্যান্টনার, মঈন আলী, ডেভন কনওয়ে, মাহিশ থিকসানা ও মাথিশা পাথিরানার মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও দলে ধরে রাখা হয়েছে।

   

রিটেইন ক্রিকেটার: অজয় মণ্ডল, আজিঙ্কা রাহানে, দীপক চাহার, ডেভন কনওয়ে, মহিশ থিকসানা, মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, মুকেশ চৌধুরী, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কওয়াড়, শেখ রশিদ, শিবম দুবে, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে।

Advertisements

রিলিজ হওয়া ক্রিকেটার: আকাশ সিং, আম্বাতি রায়ডু, বেন স্টোকস, ভগত ভার্মা, ডোয়াইন প্রিটোরিয়াস, কাইল জেমিসন, সিসান্দা মাগালা ও শুভ্রাংশু সেনাপতি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News