T20 World Cup: ICC-কে চিঠি দিলেন CSK CEO, বদলাতে পারে টি২০ বিশ্বকাপের সূচি!

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এই…

CSK CEO

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এ জন্য ইউএসকে’র তিনটি ভেন্যু নির্বাচন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা ও ডালাসে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি আটটি ম্যাচ হবে নিউইয়র্ক-এ । ফ্লোরিডা ও ডালাসে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে সব দলই এতে চারটি করে ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়ার তিনটি ম্যাচ রয়েছে নিউইয়র্কে এবং একটি ম্যাচ ফ্লোরিডায়।

ডালাসে একটিও গ্রুপ ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। এখানে সুপার ৮-এর একটি ম্যাচও খেলা হবে না। এ কারণেই এখন প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, সম্প্রতি ইউএস টি-টোয়েন্টি লীগ মেজর লীগ ক্রিকেট প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। ডালাস এই লিগের একটি প্রধান ভেন্যু ছিল। কিন্তু এখন এই মাঠে বিশ্বকাপের জন্য মাত্র চারটি ম্যাচ আছে। যার মধ্যে টিম ইন্ডিয়ার একটি ম্যাচও এই মাঠে খেলা হবে না। এবার চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন আইসিসিকে চিঠি লিখেছেন।

চেন্নাই সুপার কিংসের সাব-ফ্র্যাঞ্চাইজি ডালাস সুপার কিংস মেজর লিগের অংশ ছিল। সিএসকে সিইও কাশী বিশ্বনাথনও এটি পরিচালনা করেন। ক্রিকবাজকে জানিয়েছেন, তিনি আইসিসিকে একটি চিঠি লিখেছেন যে ভারতের অন্তত একটি ম্যাচ ডালাসে রাখা উচিত। “আইসিসি যদি আমেরিকায় ক্রিকেটের প্রচার করতে চায় তবে তাদের উচিত ছিল ডালাসকে কমপক্ষে একটি ভারতের ম্যাচ দেওয়া।” অর্থাৎ ডালাস যদি পরে ভারতের ম্যাচ পায়, তাহলে বিশ্বকাপের সূচি বদলে যেতে পারে।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি বিভিন্ন কারণে ডালাসকে ভারতের একটি ম্যাচও দেয়নি। এর পিছনে অনেক অপারেশনাল চ্যালেঞ্জও রয়েছে। এর পিছনে প্রথম বৃহত্তম কারণটিও টাইম জোনের পার্থক্য। দ্বিতীয় কারণটি হল এখানকার স্টেডিয়ামের ধারণ ক্ষমতা। এখানকার দর্শক ধারণ ক্ষমতা মাত্র ৭৫০০। ভারতীয় দলের ম্যাচের জন্য একটি বড় ভেন্যুর প্রয়োজন। আয়োজক কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডালাসেই বিশ্বকাপের উদ্বোধন হবে। আগামী ১ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। মোট ২০টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। ২৯ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এবং বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে।