Sunday, December 7, 2025
HomeSports NewsArmando Sadiku: আজ থেকে শুরু সাদিকুর অ্যাসিড টেস্ট!

Armando Sadiku: আজ থেকে শুরু সাদিকুর অ্যাসিড টেস্ট!

- Advertisement -

জেসন কামিন্সের সঙ্গে অনেক প্রত্যাশা নিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছিল আর্মান্ডো সাদিকুকে (Armando Sadiku)। মাঝে মধ্যে প্রতিভার ঝলক দেখালেও মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের হয়ে বেশিরভাগ সময় নিষ্প্রভ থেকেছেন আলবেনিয়ার তারকা ফুটবলার। তাকে দল থেকে অপসারণ করার দাবি তুলতে শুরু করেছেন সবুজ মেরুন সমর্থকরা।

ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত একটি মাত্র গোল করেছেন আর্মান্ডো সাদিকুকে। খেলেছেন চার ম্যাচ। এশিয়ান প্রতিযোগিতাতেও দারুণ কিছু করে দেখাতে পারেননি। ক্রমে প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন। অফ ফর্মে থাকা এতো দামী একজন বিদেশি ফুটবলারকে দলে রাখার প্রয়োজনীয়তা আদৌ রয়েছে কি না সে ব্যাপারে প্রশ্ন মোহনবাগান সমর্থকদের মধ্যে।

   

এখনও পর্যন্ত যা খবর তাতে হাইপ্রোফাইল ফরোয়ার্ডকে দল থেকে ছেঁটে ফেলার ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি মোহন ম্যানেজমেন্ট। তবে সাদিকুর পারফরম্যান্স নিশ্চই ক্লাব কর্তাদের নজরে থাকবে।

মনে করা হচ্ছে মোহন বাগান সুপার জায়ান্টের আগামী কয়েক ম্যাচ সাদিকুর জন্য হতে চলেছে অ্যাসিড টেস্টের সমান। নতুন বছর শুরু হওয়ার আগে ইন্ডিয়ান সুপার লীগে একাধিক ম্যাচ খেলতে হবে বাগানকে। শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে রয়েছে ম্যাচ। বুধবার ওড়িশা এফসির খেলতে হবে বাগানকে। ১৫ ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেড ও ২৭ ডিসেম্বর কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে মোহন বাগান সুপার জায়ান্ট। ১১ ডিসেম্বর AFC কাপে মেজিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular