সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: বিশ্বকাপের (Qatar WC) মাঝেও কোন ক্লাবে খেলবেন তা নিয়েই মগ্ন ছিলেন রোনাল্ডো (Ronaldo)। এই বিতর্ক তাঁর দেশ (Portugal) পর্তুগালের বাসিন্দারা ভালোভাবে নেননি। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে রোনাল্ডোর সিদ্ধান্ত তিনি আপাতত দেশে ফিরবেন না! পর্তুগিজ জনতার বিক্ষোভের ভয় পাচ্ছেন রোনাল্ডো? উঠে গেল এই প্রশ্ন। রোনাল্ডো এখন কাতারেই থাকছেন। তার দল ফিরে যাচ্ছে।
কাতারে কেন থেকে গেলেন রোনাল্ডো সেটি স্পষ্ট করেনি পর্তুগাল দল। তবে জানানো হয়েছে, আরও ৯ ফুটবলার ফিরছেন না দেশে।
রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ ও ক্ষোভ বাড়ছে ক্রমে। বিশ্বকাপে খেলার মাঝে ক্লাব ফুটবলের কচকচানি নিয়ে মেতে থাকা রোনাল্ডো পরবর্তীতে দলীয় কোচের সাথে ঠাণ্ডা লড়াইয়ে জড়ান। রোনাল্ডোকে বাদ দিয়ে পর্তুগাল দল নামানো নিয়েও বিতর্ক চরমে উঠেছে।
পর্তুগালকে হারিয়ে আফ্রিকার দেশ ও আরব বিশ্বের অন্তর্ভুক্ত মরক্কোর ঐতিহাসিক জয়ে সেমিফাইনাল খেলা এখন তীব্র আলোচনার বিষয়। এই ম্যাচে কিছুক্ষণের জন্য মাঠে নামানো হয়েছিল রোনাল্ডোকে। তবে তিনি কিছু করতে পারেননি। খেলা শেষে পরাজিত রোনাল্ডো কাঁদতে কাঁদতে বেরিয়ে যান।
পর্তুগাল সমর্থকদের বহুলাংশ ও সাধারণ ক্রীড়ামোদীদের কটাক্ষ, হেরে যাওয়ার পর কান্নায় মুখ ঢেকে চলে যাওয়া এক ধরণের সহানুভূতি আদায়ের চেষ্টা। রোনাল্ডো আসলে দেশের জন্য খেলতে তেমন মনোনিবেশ করেননি। তিনি ক্লাবের খেলা থেকে রোজগারের জন্যই বেশি আগ্রহী।
বিশ্বকাপের মাঝে রোনাল্ডোকে ঘিরে বিতর্ক চরমে উঠেছে। বনিবনা না হওয়ার কারণে রোনাল্ডোকে ছেড়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরই রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরের সাথে যোগাযোগ করেন। আল নাসরের হয়ে খেলার জন্য রোনাল্ডো যে অর্থ পাচ্ছেন তার মূল্যমান ধরলে তিনিই বিশ্বের সবথেকে দামি ফুটবলার।
৩৭ বছর বয়সী রোনাল্ডোর এটাই শেষ বিশ্বকাপ। পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে ১৯৬টি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন।