Kolkata: পরিবেশবান্ধব বাইক তৈরি করে নজির গড়ল কলকাতার ১২ ক্লাসের ছাত্র

ক্লাস ১২ তে পড়া একজন ছাত্র বা ছাত্রীর উদ্দেশ্য থাকে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো কোনো কলেজের সুযোগ পাওয়া ঠিক সেই সকল স্বপের পাশাপাশি…

ক্লাস ১২ তে পড়া একজন ছাত্র বা ছাত্রীর উদ্দেশ্য থাকে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো কোনো কলেজের সুযোগ পাওয়া ঠিক সেই সকল স্বপের পাশাপাশি কলকাতার (Kolkata) বাঘাযতীনে বসবাসকারী শুভ্রজ্যোতি রয় বানিয়ে ফেলল নিজের হাতে তৈরি পরিবেশবান্ধব বাইক। যাদবপুর বিদ্যাপীঠের এই ছাত্র ক্লাস ১২ এর ছাত্র। ছোটবেলা থেকেই নিজের হাতে নানারকম জিনিস পত্র বানাতে শুরু করে সে।এর আগেও নিজের হাতে micro controller ছাড়া home automation, speaker,rc car বানিয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অনেক দিন ধরেই নিজের একটি বাইক চেয়েছিল শুভ্রজ্যোতি তার বাবা তাকে কলেজে ওঠার পর একটি বাইক কিনেও দেবে বলেছিল।কিন্তু সে চায় নিজের হাতে তৈরি বাইক চালাতে। সেই সখ তার অবশেষে বাস্তবায়িত হল।Rx 100 বাইকের কথা সকলেরই জানা আমাদের যেই বাইকটি তার স্বল্প ওজনের দরুন ভারত সরকার দ্বারা ব্যান করে দেওয়া হয়েছিল।সেই Rx 100 বাইকের বিভিন্ন যন্ত্রাংশ, রয়্যাল এনফিল্ডের জ্বালানি ট্যাংক, ই রিক্সার মোটর,অন্য দুটি আলাদা বাইকের চাকা প্রভৃতি যন্ত্রাংশ একত্রিত করে তিনি এই ই বাইকটি বনিয়েছেন।

পরিবেশ বান্ধব এই বাইকটিতে ব্যাটারি হিসেবে শুভ্রজ্যোতি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছে। আর সেই ব্যাটারিও নিজের হাতে বানানো।বাইকটির সম্পূর্ন চার্জ অবস্থায় ৫৫ কিমি মাইলেজ দেয় এবং বাইকটির সর্বোচ্চ স্পিড ২৫ কিমি/ঘণ্টা।ইলেকট্রিক বাইক হওয়ায় লাইসেন্স ছাড়াই সেই বাইকটি চালাতে পারবে শুভ্রজ্যোতি। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ সকলেই শুভ্রজ্যোতির এই সাফল্যে গর্বিত।প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য জানান যে তার এই ছাত্রের পরিশ্রমে তিনি অনুপ্রাণিত।অবশ্য এই বাইকটি চালানোর সময় অবশ্যই যেনো হেলমেট ব্যবহার করে সে কথাও বলেছেন তিনি।একদিকে যখন দেশ জুড়ে প্রায় সকল জায়গায় বিজ্ঞানকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর ঠিক তখনই শুভ্রজ্যোতির মত দৃষ্টান্ত সকলের সামনে এসে হাজির হল।