Home Sports News Ruturaj Gaikwad: বিয়ে করলেন রুতুরাজ গায়েকওয়াড

Ruturaj Gaikwad: বিয়ে করলেন রুতুরাজ গায়েকওয়াড

Congratulations! Ruturaj Gaikwad and Utkarsha Pawar Exchange Vows in Marriage Ceremony

অবশেষে বিয়ে করলেন রুতুরাজ গায়েকওয়াড, স্ত্রী উৎকর্ষ পাওয়ার (Ruturaj Gaikwad and Utkarsha Pawar)। বহুদিনের বান্ধবী হওয়া সত্ত্বেও উৎকর্ষ কোনোদিনই সামনে আসেননি সেভাবে। ওবে আইপিএল ফাইনালে এসেছিলেন, ফাইনাল জেতার পর মাঠে এসে রুতুরাজকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে। ট্রফি হাতে একসাথে ছবিও তোলেন এই জুটি। রুতুরাজ গায়েকওয়াডের মতো উৎকর্ষ পাওয়ারও মহারাষ্ট্র দলের হয়ে খেলেন।

Advertisements

৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে “স্ট্যান্ড বাই” ব্যাটার হয়ে যাওয়ার কথৃ ছিল ২৮ বছরের রুতুরাজের। তবে বিয়র কারণে তিনি ইংল্যান্ড যেতে পারবেন না বলে জানিয়ে দেন বোর্ডেকে। তাঁর জায়গায় ওভাল যান আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটরের পুরস্কার পাওয়া যশস্বী জয়সওয়াল।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ruturaj Gaikwad (@ruutu.131)

Advertisements