দীর্ঘ ২১ বছরের ক্রিকেট কেরিয়ারের ফুলস্টপ পড়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের জোরে বোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami)। লর্ডসে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুই উইকেট নিয়ে আন্তজার্তিক সার্কিটে বাইশ গজকে অলবিদা জানিয়ে দিলেন চাকদহ এক্সপ্রেস।
এলিস ক্যাপসি এবং কেট ক্রস দুই ইংরেজ মহিলা শিকার ভারতীয় জোরে বোলার ঝুলন গোস্বামীর স্পেলে। প্রথম জন ক্যাচ আউট হারলিন দেওলের হাতে আর ক্রস বোল্ড আউট ঝুলনের ফাঁদে জড়িয়ে। ভারতীয় মহিলা ক্রিকেট দল জিতলো ১৬ রানে।১০ ওভার হাত ঘুরিয়ে বাঙালি এই জোরে বোলার ৩০ রান খরচ করে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৩ ওভার মেডেন দিয়েছেন। ৩৯ বছর বয়সে দাঁড়িয়ে অবসর ম্যাচে জোরে বোলার ঝুলনের এমন পারফরম্যান্স যেকোনো বোলারের কেরিয়ারের পিক আওয়ারে থাকার সময়েও ভাবাটা অকল্পনীয়।
নিজের ফিটনেস বজায় রেখে আবেগকে ঘেষতে না দিয়ে পারফর্ম করাটাই নিজের কাছে নিজের মস্ত বড় চ্যালেঞ্জ। মাইন্ড গেমের এমন টাটকা নজির ভারত পাকিস্তান দ্বৈরথ ছাড়া সচারচর দেখাই যায় না। আর এই ব্যতিক্রমী পারফরম্যান্স নিজের অবসর ম্যাচে ঝুলন গোস্বামীর নিঃসন্দেহে বাঙালির বর্তমান সময়ের আইকন তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যন্ত নাড়িয়ে দেবে তা বলাই চলে।
ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলো ৩-০ করে। ভারতীয় জোরে বোলার ঝুলন গোস্বামীর অবসর ম্যাচে ভারত শুধু জিতলই না ইংরেজ মহিলা ক্রিকেট দলকে দুরমুশ করে দিলো। এমন এক আবেগঘন মুহুর্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের BCCI Women টুইটার হ্যান্ডেলে টুইট পোস্ট ক্রিকেটার ঝুলন গোস্বামীকে নিয়ে,
মাইলস্টোন আনলক
কিংবদন্তি @JhulanG10 নারীদের ওয়ানডেতে প্লাস ডেলিভারি করা প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন৷
#টিমইন্ডিয়া | #ENGvIND
একের পর এক রেকর্ড গড়েছেন ক্রিকেটার ঝুলন গোস্বামী। রেকর্ড গড়াটাও অভ্যাসে পরিণত করেছিলেন, ২৪ সেপ্টেম্বর শনিবার লর্ডসের বাইশ গজে রেকর্ড গড়ার এই অভ্যাস থেকে মোটেও সরে না এসে ছন্দ বজায় রেখে নিজের সেরাটা নিংড়ে দেওয়ার নজির আন্তজার্তিক ক্রিকেটে বিরল থেকে বিরলতম দৃষ্টান্ত। চাকদহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী এদিন এটাই করে দেখালেন।