বোলিং ছেড়ে ব্যাটিং! কেন ব্যাটের স্পনসর খুঁজছেন বুমরা ?

ফরম্যাট, কন্ডিশন, প্রতিপক্ষ নির্বিশেষে জাসপ্রিত বুমরাহ বিশ্বের সেরা পেস বোলার -এই কথাটি এই মুহূর্তে সামান্য মতামত বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চেন্নাইয়ের পাটা পিচে দুই…

Cricketer Jasprit Bumrah Looking for New Bat Sponsor

ফরম্যাট, কন্ডিশন, প্রতিপক্ষ নির্বিশেষে জাসপ্রিত বুমরাহ বিশ্বের সেরা পেস বোলার -এই কথাটি এই মুহূর্তে সামান্য মতামত বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চেন্নাইয়ের পাটা পিচে দুই ইনিংসেই বল হাতে তিনি যা করেছেন, তা আরো  বেশি করে উপরোক্ত কথাটির যৌক্তিকতা প্রমাণ করে। সদ্য সমাপ্ত ভারত – বাংলাদেশ প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার এন্ড কোম্পানি। এই টেস্টে ৫ উইকেট নিয়েছেন বুমরা; বিশেষত প্রথম ইনিংসে তিনি ছিলেন বেশি ভয়ংকর। তবে এবার বল নয় , ব্যাট হাতেও প্রতিপক্ষের ভয়ের কারণ হতে চাইছেন মুম্বাইয়ের এই স্পিডস্টার। আর সে কারণেই নাকি ব্যাটের স্পনসর খুঁজছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২২৮ ইনিংসে বল করলেও ব্যাট হাতে নেমেছেন মাত্র ৯০ বার। ভারতের এই মুহুর্তে শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য ‘টেল এন্ডার’ দের খুব বেশি ব্যাট করতে হয় না। তাই ব্যাটসম্যান বুমরাকে খুব একটা দেখা যায় না ক্রিকেটজগতে। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে ৯ বল খেলে ৭ রান করেন বুমরাহ। এছাড়াও একটি দুর্দান্ত কভারড্রাইভ দেখা যায় বুমরার ব্যাট থেকে। তবে খেলতে নামার সময় দেখা যায় তাঁর ব্যাটে ছিল না কোনো স্পনসরের স্টিকার। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো খেলোয়াড়ের ব্যাটে স্পনসর কিংবা স্টিকার না থাকার ব্যাপারটা বিরলই বলা যায়। তার ওপর বুমরার মতো একজন তারকা ক্রিকেটারের ব্যাটে স্পনসর না থাকাটা কৌতূহল জাগাতে বাধ্য।

   

ব্যাটের পর বল হাতেও ভেলকি! দেবীপক্ষের আগেই ‘অশ্বিনে’ বাংলা বধ ভারতের

ব্যাটে স্পনসর নেই কেন আজ ম্যাচ শেষে সেই প্রশ্ন করা হলে মুখে নির্বিকার হাসি ফুটে ওঠে ভারতীয় তারকার। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ৩০ বছর বয়সী এই তারকা মৃদু হেসে বলেন, ‘ ব্যাট আমি করতে পারি। এদিন আমি কিছু রান করেছি। কেউ যদি (ব্যাটের স্পনসর হতে) চায়, তাহলে তাদের জানার কথা কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে।’ বিষয়টি এদিন নজরে আসে ধারাভাষ্যকারদেরও ; কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রীকে রসিকতা করে বলতে শোনা যায়, “এখন স্পনসর নেই, কদিনের মধ্যেই একটা জুটিয়ে ফেলবে বুমরাহ।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৩৫ রান মারেন ভারতীয় স্পিডস্টার। বুমরা ৪টি চার, ২টি ছক্কা ও ১ সিঙ্গেলে নিয়েছিলেন ২৯ রান। এছাড়াও বাই রান হিসেবে চার রান যুক্ত হয়েছিল ভারতের খাতায়। তবে সে সময় তাঁর ব্যাটের স্পনসর ছিল ক্রিকেটের সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যানস্পারেইলস গ্রিনল্যান্ডস (এসজি)। তবে এটা মানা খুব অসম্ভব হলেও সত্যি যে ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে কোনো বোলারের এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার বিশ্ব রেকর্ডটা বুমরারই (Jasprit Bumrah) দখলে। তাই দ্বিতীয় টেষ্টের আগে তার ব্যাটে কোনো স্পনসর আসে কি না সেটা দেখতেই মজেছে গোটা ক্রিকেট বিশ্ব।