ভারত-পাক সীমান্ত উত্তেজনার কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়েছে বহু ক্ষেত্রেই। ক্রিকেটও তার বাইরে নয়। বহু বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ (Virat Kohli)। একমাত্র আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হয় দুই দেশ। এর মধ্যেই মাঠের বাইরের এক ছোট্ট ঘটনা আবারও দেখিয়ে দিল, খেলাধুলা শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, মানবিকতারও প্রতীক।
একদিনের ম্যাচের সিরিজ খেলতে সম্প্রতি অস্ট্রেলিয়ার পারথে পৌঁছেছে ভারতীয় দল। সেখানে এক পাকিস্তানি ভক্তের আবেগ পূর্ণ মুহূর্ত ঘিরে ভাইরাল হল সোশ্যাল মিডিয়া। করাচির বাসিন্দা সাহিল নামের এক ফ্যান টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন তাঁর প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য। হোটেল থেকে বেরিয়ে আসার সময় বিরাট কোহলির কাছে অটোগ্রাফ চান সাহিল। বিরাট সাড়া দেন হাসিমুখে, নিজের কিটব্যাগ রেখে সাহিলের RCB জার্সিতে অটোগ্রাফ দেন।
ঘটনা এখানেই থেমে থাকেনি। সাহিল এরপর ইশারা করেন রোহিত শর্মার দিকে, যিনি তখন টিম বাসে বসে ছিলেন। রোহিত শর্মা সেই ইশারার জবাবে বাস থেকে নেমে এসে ভারতের জার্সিতে অটোগ্রাফ দেন সাহিলকে। এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন বিরাট ও রোহিত দু’জনেই।
ডার্বির আগে উত্তপ্ত বাগান শিবির! রক্ষণ থেকে আক্রমণের রণকৌশল নিয়ে ব্যস্ত মোলিনা?
এশিয়া কাপে এবং মহিলাদের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না করার ঘটনা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার মধ্যে এই ঘটনার তাৎপর্য অনেক। ছোটদের হকি ম্যাচে দুই দেশের খেলোয়াড়দের হাই-ফাইভের ছবি যেমন আশার আলো দেখিয়েছিল, তেমনই বিরাট ও রোহিতের এই পদক্ষেপ ক্রিকেটের চিরন্তন সৌন্দর্যকেই তুলে ধরল।
সাহিল বলেন, “কোহলির সঙ্গে দেখা করে দারুণ লেগেছে। ওর সঙ্গে এর আগেও দেখা হয়েছে। ও খুব ভালো মানুষ। রোহিতও একই রকম। বাসের বাইরে থেকে অটোগ্রাফ চেয়েছিলাম, ও নেমে এসে দিল। আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি।”
১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা সিরিজে দীর্ঘদিন পর মাঠে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের পারফরম্যান্স যেমন আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে, তেমনি তাঁদের এই সৌজন্যমূলক আচরণ মনে করিয়ে দেবে। খেলার আসল সৌন্দর্য শুধু রানের স্কোরবোর্ডে নয়, মানবিকতার মধ্যেও।
Virat Kohli signs autograph on RCB jersey for a fan.♥️#ViratKohli #ViratKohli𓃵 #Cricket #CricketFans #CricketUpdates #cricketnews @imVkohli pic.twitter.com/2ezlEKFzL0
— Cricket Sangrah (@CricketSangrah) October 17, 2025
Virat Kohli give autograph to pakitani fan ahead India vs Asutralia