বিরাট কোহলি (Virat Kohli), ভারতীয় ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম। যাঁর ব্যাটিং মানেই ছিল আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং রানের বন্যা। কিন্তু সময় যেন হঠাৎ করেই থমকে গিয়েছে তাঁর জীবনে। পারথে শূন্য, তারপর অ্যাডিলেডেও একই পরিণতি। পর পর দুই ওয়ানডেতে শূন্য রানে ফিরলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। একসময় যার নামেই প্রতিপক্ষের ঘুম উড়ে যেত, সেই কোহলির ব্যাট এখন নীরব। ফলে ফের শুরু হয়েছে বিতর্ক, কি তবে কিং কোহলির কেরিয়ারের অস্তগামী সময়?
অ্যাডিলেড মানেই বিরাট কোহলির জন্য বিশেষ এক জায়গা। এই মাঠেই ২০১২ সালে তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি এসেছিল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে এই মাঠে মোট পাঁচটি সেঞ্চুরি আছে তাঁর নামে। ভারতীয়দের মধ্যে অ্যাডিলেডে সবচেয়ে বেশি রানও তাঁরই দখলে। এখান থেকেই শুরু হয়েছিল তাঁর অধিনায়কত্বের পথচলা। তাই এই মাঠে ব্যাট হাতে ফিরবেন, এমন প্রত্যাশা ছিল ভক্তদের মনে। কিন্তু ভাগ্য যেন এবার মুখ ফিরিয়ে নিল।
অ্যাডিলেডের উইকেটে সাধারণত রান ওঠে। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকেই বল দারুণ সুইং করছিল। টস জিতে অস্ট্রেলিয়া বোলিং নেওয়ায় ভারতীয় ওপেনারদের জন্য পরিস্থিতি হয়ে ওঠে চ্যালেঞ্জিং। শুভমন গিল ও রোহিত শর্মার পর নেমে বিরাট যেন শুরু থেকেই চাপে ছিলেন। প্রথম তিনটি বল সামলানোর পর চতুর্থ বলেই তরুণ পেসার বার্টলেটের ইনসুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাঁকে। স্কোরবোর্ডে নামের পাশে আবারও ‘শূন্য’।
নাইট শিবিরে চন্দ্রকান্ত পন্ডিতের উত্তরসূরি এই তারকা! বাড়ছে জোর জল্পনা
এর আগে পারথেও অনুরূপ পরিণতি হয়েছিল তাঁর। মিচেল স্টার্কের এক বাইরের বলে কভার অঞ্চলে শট খেলতে গিয়ে ধরা পড়েছিলেন পয়েন্টে। দুটি ইনিংস মিলিয়ে ৮ বল খেলেছেন, রান নেই একটিও। এমন পরিসংখ্যান বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের জন্য অবিশ্বাস্য।
বিশেষজ্ঞদের মতে, কোহলি এখন মানসিক চাপের মধ্যে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পেরিয়ে যাওয়ার পর শরীর ও মন, দুয়েরই প্রভাব পড়েছে তাঁর খেলায়। তবে এখনও তিনি পুরোপুরি ফুরিয়ে যাননি বলে মনে করেন অনেকেই। তাঁদের বিশ্বাস, একবার আত্মবিশ্বাস ফিরে এলে পুরনো বিরাটকে আবার দেখা যাবে।
