
আইপিএল ২০২৬ মিনি নিলাম (IPL 2026) আবারও ক্রিকেটের বাজারে “দামের স্থায়িত্ব নেই”, এই সত্যকে প্রমাণ করল। কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার এবার ৭ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) পৌঁছালেন। অর্থাৎ, প্রায় ৭০ শতাংশ বেতন কমিয়ে নতুন দলে সুযোগ গ্রহণ করলেন এই ভারতীয় পিঞ্চহিটার।
ভোটার তালিকা বিতর্কের মাঝেই নেতাজি ইন্ডোরে বিএলএ বৈঠক ডাকলেন মমতা
গত মরশুমে আইপিএলে ১১ ম্যাচে মাত্র ১৪২ রান করা ভেঙ্কটেশের জন্য কেকেআরের ব্যর্থতা এবং ভারী মূল্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বল হাতে ব্যবহার কম এবং ব্যাটিং-এও প্রভাব সীমিত। এভাবেই ২০২৫ মরশুমে তার পারফরম্যান্সে ধাক্কা লেগেছিল।
তবে ২০২৪ সালের শিরোপাজয়ী মরশুমটি ভেঙ্কটেশকে অন্য চেহারায় দেখিয়েছিল। ১৫ ম্যাচে ৩৭০ রান এবং ১৫৯ স্ট্রাইক রেট, পারফরম্যান্সেই তিনি নতুন মরশুমের জন্য ‘রিসেট’ বাটনে চাপ দেন।
নিলামের মঞ্চে কেকেআর ভেঙ্কটেশকে পুরোপুরি ছেড়ে দেয়নি। আরসিবির সঙ্গে দরযুদ্ধ চলে ৬ কোটি ৮০ লক্ষ পর্যন্ত। তবে ক্যামেরন গ্রিনের জন্য ২৫ কোটি ২০ লক্ষ খরচ করার পর কলকাতা আর বাড়তে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৭ কোটিতে ভেঙ্কটেশকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু। নতুন দলে নতুন ভূমিকা এবং কম দামের চাপ, এটা ব্যাটারের পক্ষে সম্ভাব্য সুফল হিসেবে দেখা হচ্ছে।
আইপিএল ২০২৬ নিলামে অন্য বড় ধাক্কা খেয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও। গত মরশুমে ৭ কোটি ৫০ লক্ষের মূল্যমানের মিলার এবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে মাত্র ২ কোটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
বেস প্রাইসেও চমক দেখিয়েছে দলগুলো। ইংল্যান্ডের বেন ডাকেটকে ২ কোটিতে নেওয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটিতে পাওয়া। এগুলো দলগুলোর কৌশলগত হিসাবের অংশ। মুম্বই ইন্ডিয়ান্স কুইন্টন ডি কককে মাত্র ১ কোটিতে দলে ফিরিয়েছে।
নিলামের শুরুতে লিয়াম লিভিংস্টোন, রাচিন রবীন্দ্র, জেমি স্মিথ, পৃথ্বী শ এবং সরফরাজ খানসহ কয়েকজন বড় নাম অবিক্রীত থাকলেও শেষ পর্যন্ত দলগুলো তাদের কৌশল অনুযায়ী দলে অন্তর্ভুক্ত করেছে।
সব মিলিয়ে আইপিএল ২০২৬ নিলাম এক বারেই স্পষ্ট করে দিয়েছে। ক্রিকেটে দামের চেয়ে বেশি গুরুত্ব ফর্ম এবং দলের প্রয়োজনীয় ভূমিকার। ভেঙ্কটেশ আইয়ারের আরসিবি-যাত্রা তাই শুধু দলবদল নয়, নতুন করে নিজেকে প্রমাণ করার এক সুযোগও।










