প্রতি বছর এক অনন্য ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকে শান্তিপুর (KKR)। এবছরের বার্ষিক উৎসবের মুখ্য আকর্ষণ, পাঁচশো বছরের পুরনো বামা কালী প্রতিমার নৃত্যরতা। এবছরও শান্তিপুরের প্রতিমা নিরঞ্জনের সময় লক্ষ লক্ষ ভক্ত মায়ের সঙ্গে একসঙ্গে নাচেন। এই নৃত্যরতা বামা কালীকে দেখে মুগ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেকেআর তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে দেবী বামা কালীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা লাভ করেছে।
শান্তিপুরের এই প্রতিমা প্রায় ৫০০ বছরের পুরনো। প্রতিমাটি এক বিশেষ বাঁশের মাচায় স্থাপন করা হয়, যার উপর নিরঞ্জনের সময় অসংখ্য ভক্ত কাঁধে মাচাটি তুলে নিয়ে লাফাতে লাফাতে নাচেন। ভক্তদের সঙ্গে যেন মা নিজেও নাচছেন। এমন মনোমুগ্ধকর দৃশ্যের জন্য প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত শান্তিপুরে আসেন। বামা কালীর এই নৃত্যরতা মূলত ঐতিহ্যের অংশ,পুজোর পরের দিন নিরঞ্জনের মাধ্যমে উদযাপন করা হয়। হাতে জ্বলন্ত মশাল নিয়ে মায়ের নৃত্য আরও রূপসী হয়ে ওঠে।
বামা কালীর নাচের ঐতিহ্যের পেছনে আছে এক পৌরাণিক কাহিনী। শান্তিপুরের প্রতিমার বিশেষত্ব হল দেবী কালীর বাঁ পা শিবের বুকে অবস্থান করে, যার জন্য তাঁকে ‘বামা কালী’ বলা হয়। এই নৃত্য কেবলমাত্র ভক্তদের আনন্দের উৎস নয়, দেবীর সঙ্গে ভক্তদের গভীর সম্পৃক্ততার প্রকাশ। নিরঞ্জনের আগে এই নাচের আয়োজন দেবীর স্বপ্নাদেশের কারণে হয়, জনশ্রুতি রূপে প্রচলিত। পুজোর শেষ দিনে নগর পরিক্রমার সময় বামা কালী তাঁর বন্ধু দেবী সিদ্ধেশ্বরী ও দেবী চাঁদুনীর সঙ্গে দেখা করে, সেই আনন্দে ডগমগিয়ে উঠে দেবী এবং ভক্ত উভয়েই।
এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান শান্তিপুরের মালোপাড়ার কাছে অনুষ্ঠিত হয়, যেখানে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দেবীর এই নাচের দৃশ্য দেখার জন্য প্রতি বছর বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা শান্তিপুর ছুটে আসেন।
কেকেআরের ইনস্টাগ্রাম পোস্টে লেখা ছিল, “জয় বামা কালী। ঐশ্বরিক দৃশ্য।” এই ক্যাপশনটি তাদের ভক্তদের কাছে কালীর প্রতি শ্রদ্ধার নিদর্শন হয়ে ওঠে। কেকেআর এই ভিডিও এবং শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই লিখেছেন, “এমন ঐতিহ্য আমাদের সংস্কৃতির প্রাণ।” আবার কেউ বলছেন, “দেখে মনে হয় যেন দেবী আমাদের সঙ্গে নাচছেন।”
View this post on Instagram


