ক্রিকেটের ননন্দকাননে কিংবদন্তি কপিলদেবকে ছুঁয়ে রেকর্ড বুকে ‘জাড্ডু’

ravindra-jadeja-4000-runs-300-wickets-eden-gardens

রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নাম এক নতুন অধ্যায়ে লিখলেন। ইডেনে দক্ষিণ আফ্ৰিকার বিপক্ষে খেলা চলাকালীন জাদেজা টেস্টে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন। এই কীর্তি গড়ে তিনি কেবল ভারতীয় ক্রিকেটকে নয়, সমগ্র বিশ্ব ক্রিকেটে নিজেকে সেরা অলরাউন্ডারের কাতারে প্রতিষ্ঠিত করলেন।

Advertisements

৩ বল খেলেই মাঠ ছাড়েন গিল, আর খেলতে পারবেন? জানাল বোর্ড

   

এ পর্যন্ত এই রেকর্ডের মালিক মাত্র তিনজন: কপিল দেব, ইয়ান বোথাম এবং ড্যানিয়েল ভেত্তোরি। কপিলদেব টেস্টে ৫২৪৮ রান এবং ৪৩৪ উইকেট, বোথাম ৫২০০ রান ও ৩৮৩ উইকেট, ভেত্তোরি ৪৫৩১ রান এবং ৩৬২ উইকেট অর্জন করেছিলেন। রবীন্দ্র জাদেজা এই মাইলফলক স্পর্শ করেছেন ৮৭ টেস্টে, যা দ্বিতীয় দ্রুততম রেকর্ড।

ইডেনে এই মাইলফলক ছুঁতে গিয়ে জাদেজার উইকেট সংখ্যা ৩৩৮, এবং রান সংখ্যা এখন ৪ হাজার। ভারতের হয়ে এমন কৃতিত্ব গড়ার পর জাদেজাকে ক্রিকেটপ্রেমীরা ‘সেরা অলরাউন্ডার’ হিসেবেই অভিহিত করছেন।

ঘূর্ণিতে ভারতীয় ব্যাটিংয়ে চাপে পড়া

তবে জাদেজার রেকর্ড উদযাপনের দিনে ইডেনের পিচে ভারতীয় ব্যাটিংয়ে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। দ্বিতীয় দিনে শুরুতে ধৈর্য ধরে খেলছিলেন ওয়াশিংটন সুন্দর ও কে এল রাহুল। কিন্তু প্রোটিয়ার পেসারদের চাপ সামলে ব্যাট করতে গিয়ে সুন্দর মাত্র ২৯ রানে আউট হন। এরপর অধিনায়ক শুভমন গিল মাঠে নামলেও মাত্র ৩ বল খেলেই চোটের কারণে বাইরে যেতে হয়।

Advertisements

গিলের পরিবর্তে ব্যাট করতে নেমে সহ-অধিনায়ক ঋষভ পন্থ ছিলেন একাধিক রেকর্ড গড়তে। কেশব মহারাজকে গগনচুম্বি ছক্কা হাঁকিয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা (৯১টি) করার রেকর্ড নিজের করে নেন পন্থ। তবে বড় ইনিংস গড়তে পারেননি; ২৯ রানে আউট হন।

রবীন্দ্র জাদেজার মাইলফলক এবং পন্থের ছক্কা রেকর্ড ভারতীয় ক্রিকেটের জন্য নতুন প্রেরণার সূচনা। তবু ইডেনের ঘূর্ণিপূর্ণ পিচ এবং প্রোটিয়ার পেসারদের চাপে ভারতীয় ব্যাটিংয়ের জন্য সতর্কতা বজায় রাখাটাই এখন মূল চ্যালেঞ্জ।