
আইপিএলের মিনি নিলামে (IPL 2026) সীমিত বাজেটের মধ্যেই চমক দেখাল কলকাতা নাইট রাইডার্স। ক্যাপড উইকেটকিপারদের তালিকা থেকে নিউ জিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিন অ্যালেনকে মাত্র ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নিয়েছে কেকেআর। বড় দরদাম না হওয়ায় সহজেই তাঁকে পেয়ে যায় নাইট শিবির। প্রশ্ন একটাই এই বার কি সুযোগ পাবেন ফিন অ্যালেন?
একানায় সূর্য-গিলের অগ্নিপরীক্ষা! জেনে নিন ফ্রিতে কোথায় দেখবেন ম্যাচ?
আন্তর্জাতিক ক্রিকেটে ফিন অ্যালেন পরিচিত নাম হলেও আইপিএলে এখনও পর্যন্ত নিজের ছাপ সেভাবে ফেলতে পারেননি। ২০২১ মরশুমে জশ ফিলিপসের পরিবর্ত হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় ২০ লাখ টাকায় চুক্তি হয়। পরের নিলামে ৮০ লাখে আবারও RCB তাঁকে নেয়, কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। রিজার্ভ কিপার হিসেবেই কেটে যায় গোটা মরশুম।
তবে আইপিএলে বাইরে ফিন অ্যালেনের পরিচিতি সম্পূর্ণ আলাদা। বিশ্ব জুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন ভয়ংকর টি-টোয়েন্টি ওপেনার হিসেবে। মাত্র ২৬ বছর বয়সেই তাঁকে ধরা হয় বর্তমান সময়ের অন্যতম বিধ্বংসী ব্যাটারদের একজন।
কেকেআরের জন্য এই সই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক মরশুমে বিদেশি উইকেটকিপার-ব্যাটার বিভাগে প্রত্যাশিত সাফল্য পায়নি নাইটরা। রহমানুল্লাহ গুরবাজ দলে থাকলেও ধারাবাহিক রান পাননি। বিশেষ করে ওপেনিংয়ে দ্রুত রান না আসাটা টি-টোয়েন্টিতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ফিন অ্যালেন সেই ঘাটতি পূরণ করতে পারেন বলেই মনে করছে কেকেআর শিবির।
ফিন অ্যালেনের সবচেয়ে বড় শক্তি—প্রথম বল থেকেই আক্রমণ। স্পিন ও পেস, দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সমান স্বচ্ছন্দ তিনি। তাঁর টি-টোয়েন্টি স্ট্রাইক রেটই তার প্রমাণ। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে ১৭০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এই কিউই তারকা।
মেজর লিগ ক্রিকেটে তাঁর ব্যাটিং তাণ্ডব নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। ২০২৩, ২০২৪ ও ২০২৫ টানা তিন মরশুমে তিনি মেজর লিগ ক্রিকেট খেলেছেন। সেখানে তাঁর রানসংখ্যা যথাক্রমে ৩৩৩, ৩০৬ ও ৭৫। প্রথম মরশুমে তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৫-এরও বেশি, যা তাঁর আগ্রাসী মানসিকতার স্পষ্ট প্রমাণ।
নিউ জিল্যান্ডের জার্সিতে এখনও পর্যন্ত ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফিন অ্যালেন। করেছেন ১২৮৫ রান, সর্বোচ্চ ১৩৭। গড় ২৫.১৯। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে তিনি ১৬২ ম্যাচে ৪৪৩১ রান করেছেন, সর্বোচ্চ স্কোর ১৫১।
এই ফর্ম যদি তিনি কেকেআরের জার্সিতেও ধরে রাখতে পারেন, তা হলে নাইটদের ব্যাটিং লাইন-আপে যোগ হবে বড় অক্সিজেন। ইডেনের গ্যালারিতে ফিন অ্যালেনের ব্যাট থেকে ছক্কার ঝড় দেখার অপেক্ষায় এখন কলকাতা।










